বিশ্ব বেতার দিবস আজ। প্রতিবারের মতো দিবসটি পালন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেতার। বেসরকারীভাবেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। এবারের প্রতিপাদ্য ‘ক্রীড়াঙ্গণে বেতার’। বাংলাদেশ বেতার দিনটি উপলক্ষ্যে শ্রোতা সম্মেলনের উদ্যোগ নিয়েছে। এ সম্মেলনে শ্রোতাদের সম্পৃক্ত করে বেতারের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। আগারগাঁওয়ের জাতীয় বেতার ভবনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে সকাল ৯টায় জাতীয় বেতার ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু র্যালির উদ্বোধন করবেন।
রেডিও বা বেতার হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন ও জনপ্রিয় গণমাধ্যম। অনেক পুরনো হলেও প্রযুক্তির উৎকর্ষতায় ডিজিটালাইজেশনের সর্বোচ্চ অবস্থানে আছে এ মাধ্যমটি। এই মাধ্যমে শুধু শ্রোতারাই সহজলভ্য ডিভাইসের মাধ্যমে সম্পৃক্ত থাকতে পারেন। বর্তমানে হাতের মোবাইল ফোনের মাধ্যমেই বেতার কার্যক্রম মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর তাই খুব সহজেই বেশি মানুষের কাছে এটি পৌঁছে যাচ্ছে। দিনে দিনে বেতারের জনপ্রিয়তা আরও বাড়ছে। বাংলাদেশে বেতারের সঙ্গে এ দেশের মানুষের সম্পর্ক বহু যুগের। জাতীয় ও রাজনৈতিক জীবনের সঙ্গে এটি ওতোপ্রোতভাবে জড়িত। জাতীয় জীবনের বিভিন্ন সংকট বা দুর্যোগে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে এর ভূমিকা অনস্বীকার্য।
বর্তমান ডিজিটাল বাংলাদেশে বেতারের অপরিসীম সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারী রেডিওর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এফএম রেডিওর সংখ্যা। বাড়ছে অনলাইন ও কমিউনিটি রেডিও। ইতোমধ্যে ২৮টি প্রাইভেট এফএম এবং ৩২টি কমিউনিটি রেডিও চলছে বাংলাদেশে। যা জাতীয় জীবনে ভূমিকা পালন করছে। অনেক বেশি শ্রোতা এ কার্যক্রমগুলোর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।
২০০৮ সালে সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ‘কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা’ ও ২০১০ সালে কমিউনিটি রেডিওর জন্য দীর্ঘমেয়াদি কৌশলপত্র প্রণয়নের মাধ্যমে বস্তুতপক্ষে বেতার ইতিহাসে এক নতুন যুগের সূচনা ঘটেছে। এতে শহর বন্দরের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জাতীয় জীবনের নানা খবরাখবর পৌঁছে যাচ্ছে। আর এ সব শ্রোতাদের বেতারের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত থাকার উপর জোর দেওয়া হচ্ছে এ বেতার দিবসে।