নিজস্ব প্রতিবেদক:
ভালবাসা দিবস উপলক্ষে আর এ রাহুল নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তুমি’। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তিনি নিজে। ‘তুমি’ এক অচেনা গলির প্রেমিক-প্রেমিকার, পাওয়া না-পাওয়ায় প্রেমের টইটুম্বুর গল্প। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শ্যুটিং করা হয়েছে।
প্রথম দেখায় জান্নাতকে ভালোবেসে ফেলে রাহুল। জান্নাতের মনেও রাহুলের জন্য ভালোবাসা দোলা দেয়, কিন্তু পারিবারিক ভাবেই জান্নাতের বিয়ে ঠিক করা হয় প্রতিষ্ঠিত এক ছেলের সাথে। ওদের ভালোবাসা-এক পলকের দেখা, আলতো ছুঁয়ে দেয়ার শিহরণগুলো দু’জনকে ভাবায়। কিন্তু জান্নাত ভালোবাসতে গিয়েও পরিবারের কথা ভেবে ভয়ে রাহুলকে ভালোবাসতে পারেনা।
রাহুল জান্নাতের জন্য সারা জীবন অপেক্ষা করতে চায়, কিন্তু জান্নাত ভালোবাসার পরিক্ষা নিতে মাত্র ১০০ দিন রাহুলকে জান্নাতের জন্য অপেক্ষা করে দেখাতে বলে। আর এই ১০০ দিনের মধ্যে রাহুলের কাছে যদি জান্নাত ফিরে আসে, তবে পারিবারিক সম্পর্ক ছিন্ন করেই আসবে আর যদি না ফিরে আসে তাহলে জান্নাতকে যেন চিরদিনের জন্য রাহুল ভুলে যায়। রাহুল জান্নাতের জন্য একটা নির্দিষ্ট স্থানে অপেক্ষার প্রহর গূনে।
১০০ দিনের অপেক্ষায় ওদের ভালোবাসা মোড় নেয় কঠিন এক পরিক্ষায় ও বাস্তবতায়। রাহুল হারিয়ে ফেলে জান্নাতকে, কিন্তু জান্নাতের ভালোবাসাও যে মিথ্যে ছিল না, সেটা জানা যায় বহু বছর পর। যেখানে রাহুল আর জান্নাতের পুরনো ভালোবাসা এক কঠিন সত্যের মুখোমুখি এসে দাঁড়ায়। আর জন্ম দেয় ভালোবাসার এক নতুন হাহাকার। যেখানে দু’জনেরই মন পুরে, কিন্তু ভালোবেসে একে অন্যকে জড়িয়ে নিয়ে বলতে পারেনা ভালোবাসি!
ছবিটি সম্পর্কে এর নির্মাতা ও অভিনেতা আর এ রাহুল কালচারাল ইয়ার্ডকে বলেন, এটি একটি ভরপুর ভালবাসার গল্প। এক অচেনা গলির প্রেমিক-প্রেমিকার পাওয়া না পাওয়ার টইুটুম্বুর প্রেমের গল্প। কংক্রিটের শহর কিংবা শ্যাওলা পড়া অসংখ্য অচেনা গলি। আলতো আদরে, কখনো শাসনে যেখানে গড়ে উঠে অসংখ্য প্রেমের গল্প।
ছবিটিতে অভিনয় করেছেন আর এ রাহুল, মাহমুদা আক্তার, সাইফ জোয়ার্দার, রিয়াজ রাজ, আফরিন নিশি, রাজিবসহ আরও অনেকে।
নির্মাতা জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে চলচ্চিত্রটির ট্রেইলর ইউটিউব ও ফেইসবুকে প্রকাশিত হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি ছবিটি র’ভিশন নামে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে।