নিজস্ব প্রতিবেদক:
বঙ্গদেশের পৌরাণিক রূপকথা ‘সাত ভাই চম্পা’ নিয়ে বাংলায় তৈরী হয়েছে গল্প, লোককাহিনী, নাটক আর চলচ্চিত্র। এবার এ কাহিনী নিয়ে চ্যানেল আই নির্মাণ করছে ৩০০ পর্বের মেগা ধারাবাহিক। সম্পূর্ণ দেশীয় আঙ্গিকে তৈরী মেগা সিরিজটি আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে। এটি প্রতি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত আটটায় প্রচারিত হবে।
রোববার ১৮ ফেব্রুয়ারি দুপুরে সিরিয়ালটির জমকালো এক প্রিমিয়ার অনুষ্ঠিত হয় এফডিসির দুই নম্বর ফ্লোরে। শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমামি বাংলাদেশ লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (মার্কেটিং) হাসান মাহমুদসহ বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘সাত ভাই চম্পা’ পরিচালনায় আছেন রিপন নাগ। চিত্রনাট্য ও সংলাপ করেছেন নাজাকাত খান ও ইমতিয়াজ সজীব। শিল্প নির্দেশনায় চয়ন কুমার দাস, পোশাক পরিকল্পনায় নোশীন রহমান, রূপসজ্জার দায়িত্ব রয়েছেন কাইয়ুম মেহেদি। সিরিজের শিরোনাম গান তৈরি করেছে চিরকুট।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আজকের এই বাংলাদেশ চার হাজার বছরের ইতিহাস ধারণ করে আধুনিক বাংলাদেশে পরিণত হয়েছে। স্বাধীনতার এতগুলো বছর পরেও আজকে চ্যানেল আই কর্তৃপক্ষ একটি পুরাতন গল্প ‘সাত ভাই চম্পা’কে পরিবেশন করতে যাচ্ছে দুটো চ্যলেঞ্জ নিয়ে। এক, প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে হবে, দুই, আধুনিকতায় ছোঁয়ায় এটাকে কীভাবে জীবন্ত করে দর্শক নন্দিত করবে।
এ জন্য চ্যানেল আই কর্তৃপক্ষকে সিরিজটি নির্মাণের জন্য ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমাদের দেশে বিদেশি গল্প এনে বাংলায় ডাবিং করে চালানো হয়। আমার মনে হয়, আমাদের দেশের ভালো গল্পগুলো উপস্থাপন করলে বিদেশিরাও আমাদের দেশের গল্পগুলো নিয়ে তাদের ভাষায় ডাবিং করে প্রচার করবে। বিদেশের চেয়ে আমাদের চারপাশে অনেক ভালো গল্প রয়েছে।
‘সাত ভাই চম্পা’ টিভি সিরিজ দেখলে হারানো দর্শক আবার ফিরে আসবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ৬ কোটি দর্শক ২৩ তারিখ থেকে এই মেগা সিরিজটি দেখা শুরু করবে। তিনি বলেন, বাংলাদেশে অনেক গল্প রয়েছে যা আমাদের মন ছুঁয়ে যায়, হৃদয় নাড়া দিয়ে যায়। চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, দর্শকদের চাহিদা মাথায় রেখে পৌরাণিক গল্প নিয়ে ১ বছর ধরে গবেষণা ও ২০০ কর্মীর পরিশ্রমে এ সিরিজ নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সময়কে সামনে রেখে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল টিভি সিরিয়াল এটি। কাহিনীর উত্থান পতনের সঙ্গে চমৎকার ছবি, সাউন্ড, রেজুলেশন পাবেন দর্শক।
সাত ভাই চম্পার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন অমিত সিনহা, শানারেই দেবী শানু, দীপা, চৈতি, বৃষ্টি, ঝুমুর, নওশাবা, সুব্রত, মাজহারুল ইসলাম, আহমেদ শরীফ, সাহির আমান চৌধুরী, নাদির খান, হুমায়ূন সাধু প্রমুখ।