একুশে বইমেলার অনন্যা প্রকাশনী থেকে কন্ঠশিল্পী কনকচাঁপার স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘কাটাঘুড়ি’ প্রকাশিত হয়েছে। এ বইতে তাঁর জীবনের ফেলে আসার দিনের স্মৃতিচারণ করা হয়েছে। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বরেণ্য সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান এবং কনকচাঁপা ‘কাটাঘুড়ি’ বইটির মোড়ক উন্মোচন করেন।
এ সময় মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কনকচাঁপা বলেন, আল্লাহ কিছু কিছু মানুষকে বিশেষত্ব দিয়ে দেন, সেই বিশেষত্বের কারণে মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে। এটা আমি উপলদ্ধি করি। বইমেলা গুরুত্বপূর্ণ একটি স্থান। এই স্থানে দাঁড়িয়ে মানুষের ভালোবাসা কাছ থেকে অনুভব করেছি। যারা তার বইয়ের মোড়ক উন্মোচনে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, ২০১০ সালে অনন্যা প্রকাশনী থেকে তাঁর প্রথম বই ‘স্থবির যাযাবর’ প্রকাশ হয়। এরপর ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’ বই দু’টি প্রকাশিত হয়।