অভিনয় জগতের তুমুল জনপ্রিয় দুই শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও আব্দুন নূর সজল। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি তাদের জন্মদিন। চলচ্চিত্র নির্মাতা স্বামী মোস্তফা সারোয়ার ফারুকীর কাছ থেকে সারপ্রাইজ গিফট পেয়ে সহকর্মীদের সঙ্গে দিনটি পালন করলেন তিশা। জনপ্রিয় অভিনেতা সজল তাঁর জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় গরিব, এতিমদের দুপুরের খাবারের ব্যবস্থা করে। তাদের সঙ্গে আনন্দ করে দিনটি কাটিয়েছেন তিনি।
গুণী অভিনেত্রী তিশার জন্মদিনে তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী একটি সারপ্রাইজ গিফট দেন। সেই উপহার তিশার প্রিয় ব্রেসলেট। সেই সঙ্গে ছিল তিনটি কেক। জন্মদিনের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে উদযাপনের জন্য উপস্থিত ছিলেন ফারুকি ও তিশার কাছের বন্ধুরা। সব আয়োজন করে তিশাকে চমকে দিয়েছেন ফারুকী। কেক কাটার একটি ছবিও ফেসবুক পেজে পোস্ট করেন।
একটি ছোট ভিডিও ক্লিপও প্রকাশ হয়েছে সেখানে। দেখা যাচ্ছে তিশার জীবন সঙ্গী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার হাতে ব্রেসলেট পরিয়ে দিচেছন ও কেক খাইয়ে দিচ্ছেন। নির্মাতা রেদওয়ান রনি ও চিরকুট ব্যন্ডের সদস্যরাও উপস্থিত হয়েছিলেন তিশাকে শুভেচ্ছা জানাতে।
প্রতিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন সজল। কিন্তু এবার ব্যাতিক্রমী উদ্যোগে দিনটি পালন করেন তিনি। উত্তরা ছয় নম্বর সেক্টরে একটি পথ শিশু কেন্দ্রে পথশিশু ও এতিম শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় তাদেরকে খাওয়ানোর পাশাপাশি তাদের আনন্দ দেন।
নুসরাত ইমরোজ তিশা ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে মিডিয়ায় আসেন। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং শুরু করেন। এরপর অসংখ্য একক নাটক ও ধারাবাহিক নাটক করেছেন তিনি। মোস্তফা সারোয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি।
২০০১ সালে অভিনয় জীবন শুরু করেন সজল।এরপর অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। মুশফিকুর রহমান গুলজার নির্মিত নিঝুম অরণ্যে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন।