চলে গেলেন বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বাদ আসর গুলশান আজাদ মসজিদে ও বাদ মাগরিব মগবাজারে শ্রুতি স্টুডিওতে দ্বিতীয় জানাজা শেষে আলী আকবর রুপুকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
আলী আকবর রুপু বেশ কিছু দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রায় আড়াই বছর ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে তাঁর সুর করা অনেক গান দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চিফ মিউজিক ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশিষ্টজনরা। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত গভীরভাবে শোকাহত হয়ে তাঁর ভেরিফায়েড ফ্যান পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে হানিফ সংকেত বলেছেন, আলী আকবর রুপু ছিলেন দেশের অত্যন্ত প্রতিভাবান একজন সংগীত পরিচালক। একজন সুন্দর মনের মানুষ।
তিনি বলেন, ইত্যাদি’র সঙ্গে যার সম্পর্ক ছিল দীর্ঘ ৩০ বছরের। তিনি ছিলেন ইত্যাদি পরিবারের একজন নিয়মিত সদস্য। ইত্যাদি’র অধিকাংশ গানেরই সুরকার ছিলেন তিনি। আলী আকবর রুপুর এই অকাল মৃত্যুতে আমাদের সংগীতাঙ্গনের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপুর মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।