৯০ তম অস্কারের মঞ্চে এবার ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট উপস্থাপনা করছেন। তার সঙ্গে আছেন, ‘স্টার ওয়ার্স’ খ্যাত মার্ক হ্যামিল ও ‘কল মি বাই ইওর নেম’ এর অভিনেতা আর্মি হ্যামার।
উপস্থাপনায় থাকা আরও রয়েছে একঝাঁক বিশ্ববিখ্যাত তারকারা। তারা হচ্ছেন লিন ম্যানুয়েল মিরান্ডা, জিনা রড্রিগেজ, ইভা মেরি সেইন্ট, অস্কার ইসাক, কেলি মেরি ট্র্যান ওয়েস স্টুডি ও জেন্ডায়া। এ সব অভিনয় শিল্পী ছাড়াও উপস্থাপকের তালিকায় আছেন প্রযোজক মাইকেল ডি লুকা এবং জেনিফার টড।
সবাই আশাবাদী তালিকায় থাকা এ সব তারকাদের নিয়ে। এর আগে প্রকাশিত হয় আরও কিছু তারকাদের নাম। তারা হলেন-মহেরশালা আলো, চ্যাডউইক বোসম্যান, ভায়োলা ডেভিস, জেনিফার গার্নার, গ্রেটা গারউইগ, টিফানি হ্যাডিশ, টম হল্যান্ড, কুমাইল নানজিয়ানি, মার্গোট রবি, এমা স্টোন ও ড্যানিয়েলা ভেগা।