বিশেষ প্রতিবেদক:
চিত্রনায়িকা রোমানা নীড়। যার স্বপ্ন, ক্যারিয়ার, পড়াশুনা সবটাই চলচ্চিত্রকে ঘিরে। ইতোমধ্যে তার অভিনীত ২টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। চলতি বছর এপ্রিলে তার ৩য় চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। যৌথ প্রযোজনাসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করছেন। নিজের ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে কালচারাল ইয়ার্ডের মুখোমূখী হন সময়ের এই ব্যস্ত অভিনেত্রী।
কালচারাল ইয়ার্ড: আপনি কেমন আছেন?
রোমানা নীড়: ভালো আছি এবং একটু টেনশনে আছি।
কালচারাল ইয়ার্ড: টেনশন কেন ?
রোমানা নীড়: কিছুদিন পরেই এ. কিউ. খোকন পরিচালিত ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ মুক্তি পাচ্ছে। তাই একটু টেনশনে আছি।
কালচারাল ইয়ার্ড: ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ নিয়ে কিছু বলুন।
রোমানা নীড়: ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ একটি মৌলিক গল্পের সিনেমা। গল্পটি শহর এবং গ্রামকে ঘিরে। এটি একটি রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছবি। আমার চরিত্রটা হচ্ছে খুব প্রাণচঞ্চল একটি মেয়ে, যে সব সময় দুষ্টমি করে বেড়ায়- এই টাইপের। তবে সেটাকে খুব স্মার্টলি উপস্থাপন করা হয়েছে। সিনেমায় আমার চরিত্রের নাম সাথী। আমার বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, টাইগার রবি, সাদেক বাচ্চু, সাংকো পাঞ্জা, খালেদা আখতার কল্পনা, রেবেকা, আনোয়ার সিরাজী, আমির সিরাজী প্রমুখ।
‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ সিনেমার দৃশ্যে জয়-রোমানা
কালচারাল ইয়ার্ড: ছোটবেলায় তো আপনি নাচ শিখতেন। চলচ্চিত্রে আসলেন কিভাবে ?
রোমানা নীড়: ছোটবেলায় যশোরে থাকতাম। সেখানে উদীচী থেকে নাচ শিখি। তখন থেকেই প্রচুর সিনেমা দেখতাম। এক কথায় সিনেমার পোকা ছিলাম। মনে মনে নায়িকা হওয়ার স্বপ্ন দেখতাম। এইচএসসি শেষ করার পরে যখন ঢাকাতে উচ্চশিক্ষার জন্য চলে আসি, তখন ইচ্ছাটা আরো প্রবল আকার ধারন করে। এরপরে একটা ফটোশ্যুট করি। যেখানে ফটোশ্যুট করি তাদের মাধ্যমেই ছবিগুলো পরিচালক মাহবুব আলমের হাতে যায়। ওইসময় তিনিও একজন নতুন মূখ খুঁজছেন। তিনি আমার সাথে যোগাযোগ করেন। বিষয়টি নিয়ে বাবা মার সাথে আলাপ করলে প্রথমে তারা রাজি না হলেও পরবর্তীতে পূর্ণ সহযোগিতা করেন। এরপর ‘আড়ং’ সিনেমায় চুক্তিবদ্ধ হই এবং শ্যুাটং, ডাবিংসহ সকল কাজ শেষ করি। কিন্তু ছবিটি এখনও আলোর মুখ দেখেনি। চুক্তিবদ্ধ হিসেবে এটা আমার প্রথম সিনেমা। তবে আমাকে প্রথম বড় পর্দায় দেখা যায় খোকন রেজভী পরিচালিত ‘ভালোবাসলে দোষ কি তাতে’ সিনেমার মাধ্যমে। এরপর আব্দুল আউয়াল পরিচালিত ‘উতলা মন’ মুক্তি পায়।
কালচারাল ইয়ার্ড: বর্তমানে কোন কোন চলচ্চিত্রে কাজ করছেন ?
রোমানা নীড়: ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ সিনেমার কাজ শেষ করলাম। এখন শফিকুল ইসলাম সোহেলের ‘স্টুপিড’ সিনেমায় কাজ করছি। মার্চে শুরু হবে যৌথ প্রযোজনায় বি. কে. আজাদের ‘দোস্ত দুশমন’ সিনেমার কাজ। এটা শেষ করার পরে জুলাইয়ের দিকে মালেক আফসারীর ‘হ্যালো’ সিনেমার কাজ শুরু হবে।
কালচারাল ইয়ার্ড: চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে আপনি কি একটু চুজি, নাকি যা পাই তা-ই করি টাইপের?
রোমানা নীড়: অবশ্যই খুব দেখে শুনে চলচ্চিত্র নির্বাচন করি। চরিত্র, পোশাক, গল্পসহ সব বিষয়গুলো জেনে তারপরে চুক্তিবদ্ধ হই। আমি ভালো সিনেমাতেই কাজ করতে চাই। বছরে এক গাদা সিনেমার নায়িকা হতে চাই না। ভালো সিনেমা হলে বছরে একটি সিনেমাই করব। তবে অবশ্যই প্রতিটি সিনেমাতে আমি ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে চাই। মানুষের মনে রাখার মত কাজ করতে চাই।
কালচারাল ইয়ার্ড: ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি ?
রোমানা নীড়: আমি যেহেতু নবীন, তাই আমার ভবিষ্যত পরিকল্পনা দর্শকদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে। কারণ আমি এখনও নিজেকে ওইভাবে প্রুভ করতে পারি নাই। আমার মাত্র ২টা চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আমার সামনে যে সিনেমাগুলো আসছে, সেগুলোতে নিজের অভিনয়ের আরও উন্নতি করা চেষ্টা করছি। এই সিনেমাগুলো মুক্তির পরে যদি দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করে তাহলে আমার ইচ্ছে আমি সারা জীবন চলচ্চিত্র নিয়েই থাকতে চাই। ভালো ভালো কাজ উপহার দিতে চাই।
কালচারাল ইয়ার্ড: ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সার্বিক সফলতা কামনা করছি।
রোমানা নীড়: আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।