বিশেষ প্রতিবেদক:
সময়ের উদীয়মান তারকা, মেধাবী অভিনেত্রী তিতান চৌধুরী। ২০১১ সালে মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু। ২০১৪ থেকে টেলিভিশন নাটকে অভিনয় করেন। সেই বছরই চলচ্চিত্রে অভিষেক। বর্তমানে ব্যস্ত টেলিভিশন নাটক আর পড়াশোনা নিয়ে। অভিনয় জীবন, চলমান ক্যারিয়ার ও ভবিষ্যত পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে কালচারাল ইয়ার্ডের সাথে কথা বলেন তিনি।
কালচারাল ইয়ার্ড: কেমন আছেন?
তিতান চৌধুরী: ভালো আছি।
কালচারাল ইয়ার্ড: শুরুতে অভিনয়ে আসার গল্পটা শুনতে চাই।
তিতান চৌধুরী: চট্টগ্রামের নাট্যাধারে যোগ দেয়ার মাধ্যমে মুলত আমার অভিনয়ের যাত্রা শুরু হয়। ওখানে ‘মাস্টারদা সূর্য সেন’ নাটকে সূর্য সেনের স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হই। কায়সার আহমেদের ‘ঘোমটা’ সিরিয়াল দিয়ে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করি। পাশাপাশি রকিবুল আলম রকিবের ‘নগর মাস্তান’ সিনেমায় কাজের অফার পাই এবং কাজটা করে ফেলি। এরপরে আর চলচ্চিত্রে কাজ করা হয় নি। এখন নাটকেই নিয়মিত কাজ করছি।
কালচারাল ইয়ার্ড: আপনার টেলিভিশন নাটকগুলো নিয়ে বলুন।
তিতান চৌধুরী: ছোট পর্দায় অভিনয় শুরু করার পর থেকে নিয়মিতই বিভিন্ন নাটকে অভিনয় করেছি। তার মধ্যে মাসুদ সেজানের ‘চলিতেসে সার্কাস’ (বাংলা ভিশন), অঞ্জন আইচের ‘মেঘের পরে মেঘ জমেছে’ (বাংলা ভিশন), মোহন খানের ‘নীড় খোঁজে গাঙচিল’ (এটিএন), মুজিবল হক খোকনের পরিচালনায় ‘মন থেকে দূরে নয়’ (এটিএন), মিলন ভট্টাচার্যর ‘ইন-ডিসিপ্লিন’ (আরটিভি) অন্যতম। এছাড়া ‘সাবলেট বুকলেট’, ‘সাইরেন’, ‘ভালোবাসার কিছু রং’ ও ‘ঘাউরা মজিদ’, ‘থ্রি সিস্টার’সহ আরো বেশ কিছু ধারাবাহিক এবং একক নাটকে অভিনয় করেছি।
কালচারাল ইয়ার্ড: বর্তমানে কি কি কাজ করছেন?
তিতান চৌধুরী: এখন চ্যানেল আইয়ে প্রচারিত শামীম জামানের ‘মওকা মালয়েশিয়া’, এটিএন বাংলার গাজী আপেল মাহমুদের ‘লাইফ পার্টনার ডট কম’,বৈশাখী টিভিতে ফরিদুল হাসানের ‘কমেডি ৪২০’ এবংসকাল আহমেদের পরিচালিত ‘ভদ্র পাড়া’ ধারাবাহিক নাটকে কাজ করছি। পাশাপাশি একক নাটকেও কাজ করছি।
কালচারাল ইয়ার্ড: নাটকে নিয়মিত অভিনয় করলেও চলচ্চিত্রে আপনাকে আর দেখা যাচ্ছে না। কিন্তু কেন ?
তিতান চৌধুরী: আসলে প্রথম চলচ্চিত্রে অভিনয়টা হুট করেই করা। পরে ভাবলাম যে, আগে নিজেকে ভালোভাবে তৈরি করে নেই, তারপরে আবার চলচ্চিত্রে অভিনয় করবো।
কালচারাল ইয়ার্ড: ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি ?
তিতান চৌধুরী: এখন ব্যস্ততার মধ্যে আছি, কাজ তো করছিই। সব সময় চেষ্টা করছি ভালো কাজগুলো করার জন্য। আমার আসলেই নায়িকা হওয়ার কোন ইচ্ছে নেই। একজন ভালো এবং আদর্শ অভিনেত্রী হওয়ার ইচ্ছে আছে। বলে পারেন এটাই আমার ভবিষ্যত পরিকল্পনা।
কালচারাল ইয়ার্ড: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তিতান চৌধুরী: কালচারাল ইয়ার্ড এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ।