মনপুরা খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে ৬ এপ্রিল। ২৫ ফেব্রুয়ারি ছবিটির সেন্সর অনুমোদন পায়। এরপর ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা। তিনি বলেন, সারাদেশে একযোগে ছবিটি মুক্তি পাবে। ৩০ মার্চ মুক্তির তারিখ নির্ধারণ হলেও পরে এটি পরিবর্তন করে এপ্রিলের প্রথম শুক্রবার নির্ধারণ করা হয়েছে।
চলচ্চিত্রটি বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতার যৌথ প্রযোজনায় নির্মিত। এর আগে যৌথ প্রযোজনার নীতিমালায় নতুন প্রিভিউ কমিটি গঠনে দেরি হওয়ায় বেশ কিছুদিন আটকে ছিল চলচ্চিত্রটি। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে স্বপ্নজাল। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়।
অপু ও শুভ্রা নামের দুটি চরিত্রের ভালোবাসা ও কঠোর বাস্তবতায় তাদের বিচ্ছিন্ন হয়ে পড়া নিয়ে গঠিত হয়েছে সিনেমাটির গল্প। ছবিতে শুভ্রার চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, আর অপু চরিত্রে ।
‘স্বপ্নজাল’ এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন গিয়াসউদ্দিন সেলিম। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ অনেকে।