আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র উৎসব। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। ২০১২ সালে তাই এ দিনকে জাতীয় চলচ্চিত্র উৎসব ঘোষণা করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতি বছর জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। এ বছরও উদযাপন করা হবে দিনটি। আর দিনটিকে ঘিরে ব্যাপক উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বিএফডিসি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে চেয়ারম্যান করে একটি জাতীয় কমিটি করা হয়েছে। এছাড়া ১০টি উপ-কমিটিও গঠন করা হয়েছে।
এ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি প্রণয়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে আলোচনা সভা, স্থিরচিত্র ও চলচ্চিত্রের প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ, লাইভ টকশো, অতিথিদের লাল গালিচা সংবর্ধনা, পুতুল নাচ, নাগরদোলা ইত্যাদি। এবারের আয়োজনে তারকা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
আলোচনা ও সিদ্ধান্তগ্রহণের জন্য গত ২৯ জানুয়ারি এক সভা অনুষ্ঠিত হয়। এফডিসির ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো.আমির হোসেন। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।