‘তিন ছেলের জন্য তিন খন্ড জমি আর তিনটি সরিষার তেলের বোতল রেখে গেলাম। নে বাবা এবার নাকে তেল দিয়া ঘুমা’-গত দশকে টেলিভিশন বিজ্ঞাপনের একটি জনপ্রিয় সংলাপ। আবাসনের একটি বিজ্ঞাপনে এ সংলাপ দিয়ে জনপ্রিয় হয়েছিলেন মডেল ও অভিনেতা কাজী জামালউদ্দিন আহমেদ। এই তুমুল জনপ্রিয় মানুষটি না ফেরার দেশে চলে গেলেন।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় ৯০ বছর বয়সে মারা যান তিনি। ৩ ফেব্রুয়ারি শনিবার বাদ জোহর গুলশান কেন্দ্রীয় মসজিদে কাজী জামালউদ্দিনের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
বিজ্ঞাপনটির নির্মাতা ছিলেন মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর ফারুকীসহ অনেক নির্মাতার পরিচালনায় বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন তিনি।
সাবেক যুগ্ম সচিব ও বিজ্ঞাপন মডেল কাজী জামালউদ্দিন আহমেদ বাস করতেন রাজধানী ঢাকার কাফরুলে। আর সেখানেই নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবনে তার ৪ সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে আমেরিকা ও অষ্ট্রেলিয়ায় বসবাস করছে। ছোট ছেলে কাজী এম আহমেদ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।