পৃথিবীর একটি মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব কান। প্রতিবারের মতো এবারও ফ্রান্সে আগামী ১৭ মে পর্দা উঠবে কান চলচ্চিত্র উৎসবের। এ আয়োজনের পোস্টার ডিজাইন থেকে শুরু করে নানা প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্বের সেরা এ আসরে এবার বাংলাদেশের দু’টি স্বল্পদৈর্ঘ্য ছবি যাচ্ছে। যা বিশ্বের অন্যান্য চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে। মনজুরুল আলমের পরিচালনায় ‘মেঘে ঢাকা’ ও নির্মাতা জসীম আহমেদের ‘দাগ’ ছবি কান উৎসবে অংশ নিচ্ছে।
‘মেঘে ঢাকা’ মনজুরুল আলমের প্রথম ছবি। এর গল্প ও চিত্রনাট্যও তিনিই করেছেন। নির্মাতা জানান, বিশ্বব্যাপী তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে একটি মানবিক গল্পের মাধ্যমে সেই বার্তা তুলে ধরা হয়েছে।
‘দাগ’ ছবিটি নির্মাতা জসীম আহমেদের প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি টেলিভিশনে অসংখ্য প্রামাণ্যচিত্র ও কয়েকটি নাটক নির্মাণ করেন। তার নির্মিত প্রামাণ্যচিত্রের বেশিরভাগই মুক্তিযুদ্ধ নিয়ে। নির্মাতা জানান, মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে ছবিটি নির্মিত। চলচ্চিত্রে নায়িকা শিলা এক অন্যরকম মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়, যে যুদ্ধ এখনো শেষ হয়নি। চলচ্চিত্রে অভিনয় করেছেন শারমিন জোহা শশী, শতাব্দি ওয়াদুদ, বাকার বকুলসহ অনেকে।
চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার, চিত্রগ্রহণে ছিলেন জোগেন্দ্র পাণ্ডা, সম্পাদনা করেছেন সুমিত ঘোষ, সাউন্ড ডিজাইন রিপণ নাথ। এছাড়াও সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক অম্লান বিশ্বাস ও প্রযোজনা করেছেন ভিউজ অ্যান্ড ভিশনস।