নিজস্ব প্রতিবেদক :
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় সহায়ক চার মাস মেয়াদি অভিনয় অনুশীলনের আয়োজন করছে এক্টরস ল্যাব। এই অনুশীলনের জন্য আবেদনপত্র গ্রহণ ও জমা দানের শেষ তারিখ ২৯ মার্চ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিলেকোঠা, আজিজ সুপার মার্কেটের কানন ফ্যাশন হাউজ এবং টিএসসি বুথে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র পাওয়া যাবে। এতে সর্বনিম্ন যোগ্যতা এইচএসসি পাস।
প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলবে এই অভিনয় অনুশীলন। এখানে ক্যামেরার সামনে অভিনয় ও অডিশন টেকনিক, অভিনয় দক্ষতা বাড়ানোর উপায়, পদ্ধতিগত অভিনয় ও ন্যাচারাল অভিনয়, অভিনেতার করণীয় ও যোগ্যতা, তাৎক্ষণিক অভিনয়, চরিত্র বিশ্লেষণ, প্রমিত ও শুদ্ধ আঞ্চলিক উচ্চারণ ও প্রয়োগ, ব্যবহারিক এবং অন্যান্য বিষয় শেখানো হবে।
এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন মামুনুর রশীদ, গাজী রাকায়েত, গোলাম সরোয়ার, ইউসুফ হাসান অর্ক, সাইদুর রহমান লিপন, আনিসুল হক বরুণ, তমালিকা কর্মকার, তমালিকা কর্মকার, সাইমুম রেজা, হাসিবুর রহমান কল্লোল, আবু শাহেদ ইমন, বাকার বকুল এবং মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে প্রতিষ্ঠিত প্রশিক্ষকবৃন্দ।
এছাড়া এই প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য তীরন্দাজ নাট্যদল সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।