ভারতসহ উপমহাদেশের দেশগুলোতে আবহমানকাল থেকে কন্যা সন্তানদের অন্য চোখে দেখা হয়। কন্যা সন্তান জন্ম নিলে মা কে শুনতে হয় নানা রকম গঞ্জনা। কন্যা ভ্রুণ হত্যা, জন্মের পর কন্যা সন্তানকে ফেলে দেওয়া ইত্যাদি ঘটনা ঘটছে হর-হামেশা। আর এ প্রেক্ষিতে ভারত সরকার হাতে নিয়েছে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচি।
এ কর্মসূচির আওতায় মহারাষ্ট্রের কে জে সোমাইয়া বিদ্যাপীঠের আয়োজনে সংস্কৃত ভাষায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ত্রিপুরার রাজধানী আগরতলার রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান’র একলব্য ক্যাম্পাসের ছাত্রী প্রিয়াঙ্কা শর্মা অর্জণ করে স্বর্ণপদক। তার এই অর্জণ এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন এলাকার সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানের আরও অনেক শিক্ষার্থী অংশ নেন। এ আয়োজন নারীদের আরও অনুপ্রেরণা জোগাবে বলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মনে করেন।
এ বিষয়ে প্রিয়াংকা বলেন, গত ৮ থেকে ১১ মার্চ পর্যন্ত মহারাষ্ট্রের কে জে সোমাইয়া বিদ্যাপীঠে যুব উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে অন্য অনেক ছবির সাথে তিনি প্রতিযোগিতায় অংশ নেন। এই আয়োজনে তার এই অর্জন কন্যা সন্তানদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা জোগাবে। তিনি এই ছবিটি নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন।
তার মা-বাবাসহ আত্মীয় স্বজন, আগরতলার একলব্য ক্যাম্পাসের শিক্ষক, সহপাঠী সবাই তার এই সাফল্যে আপ্লুত। এর আগেও অনেক চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি পুরস্কার জিতেছেন বলে জানা যায়।