‘সব মানিকের জন্য স্কুল চাই’ এই স্লোগানে নির্মিত আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দির সিনেমা পাঠশালা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পৃথিবীটাই পাঠশালা হয়ে উঠুক এটি হচ্ছে সিনেমার মুল লক্ষ্য। একটি ১০ বছরের বালক মানিকের গল্প এটি। একটি সুবিধাবঞ্চিত শিশুর গল্প। রেডমার্ক প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী ২৭ এপ্রিল মুক্তি পাবে।
মানিকের গল্পের মাধমে সমাজবাস্তবতার রুঢ় সত্য উন্মোচিত হবে। উপলব্ধিতে নাড়া দেবে সমাজের মানুষদের। নির্মাতা চলচ্চিত্রের গল্প সম্পর্কে জানান, একটি ১০বছরের ছেলে মানিক। তার বাবা নেই, মা অসুস্থ্য। এ জন্য তার পড়াশোনাও বন্ধ হয়ে গেলো। পরিবারের দায়িত্ব তার কাঁধে। গ্রামের একজন তাকে ঢাকা গিয়ে কাজের পরামর্শ দেয়।
মানিক ঢাকায় চলে আসে। গাড়ির গ্যারেজে কাজ করে। সে যখন গ্যারেজে কাজ করে তার বয়সী ছেলেমেয়েরা স্কুলে যায়। এ দেখে ব্যাথিত হৃদয়ে মানিক চিন্তা করে পড়াশুনা করবে কিভাবে। এ কারণে সারাদিন কাজ করে নিজে নিজে রাতে বই পড়ার চেষ্টা চালায় সে। একসময় সে সফল হয়। তার সফলতার গল্প বলা হয়।
১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সিনেমার ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হয়। এর আগে জার্মানির সানলাইট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কানাডার কিডস ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতে লিফট ইন্ডিয়া পুনেতে ছবিটি প্রদর্শিত হয়। সবশেষ দেশে সিনেমাটি মুক্তি দেয়া হয়।
সিনেমায় অভিনয় করেছেন হাবিব আরিন্দা, ইমা আক্তার, ফারহানা মিঠু, তৌফিকুল ইসলাম ইমন, আমিরুল ইসলামসহ অনেকে।