নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার ছিলো শিশু-কিশোর ও যুব নাট্য দিবস। এ উপলক্ষে জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে শিশু-কিশোর ও যুব নাট্য দিবসের অনুষ্ঠান শুরু হয়। শিশু-কিশোর ও যুব নাট্যকর্মীরা সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ব্যাপক-উৎসাহ-উদ্দীপনায় দিনটি পালন করে।
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে পিপলস থিয়েটার এসোসিয়েশন আয়োজন করেছে র্যালি, ক্লাউন শো, পুতুল নাচ, নৃত্য, সঙ্গীত, নাটক, অ্যক্রোবেটিক, শিশুতোষ চলচ্চিত্র, র্যাফেল ড্র। বিকাল ৪টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মুরু হয় অনুষ্ঠান।
২০০১ সালে আন্তর্জাতিকভাবে এ দিনটিকে বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে বাংলাদেশে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (পিটিএ) উদ্যোগে সারা দেশে পিটিএর ২৬২টি সদস্য সংগঠন এ দিনটি উৎসাহ-উদ্দীপনায় পালন করে আসছে।
বাংলা কলেজ যুব থিয়েটার, দৌড় শিশু নাট্যদল, শিল্পকলা একাডেমি শিশু দল, নাট্যভূমি, মৈত্রী শিশুদল, কল্পরেখা, বন্ধু মহল শিল্পী সংস্থা, পিদিমসহ ঢাকা ও ঢাকার বাইর থেকে আগত বিভিন্ন সংগঠনের শিশু-শিল্পীরা এতে অংশ নেয়।
শিশু-কিশোর ও যুবকদের সাংষ্কৃতিক উৎকর্ষতা বিকাশে এ দিবস কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন আয়োজকরা।