নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর ৩য় প্রামাণ্যচিত্র নির্মাণ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৫ এপ্রিল। এ কার্যক্রমে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ কোর্সে ভর্তির আবেদন করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত।
আবেদনপত্র ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.bcti.gov.bd) পাওয়া যাবে। আবেদনপত্রটি অনলাইন থেকে ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করা যাবে। আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মো: রফিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ কোর্সে পড়ানো হবে প্রমাণ্যচিত্রের ধারণা, প্রামাণ্যচিত্রর ইতিহাস, টেলিভিশন প্রামাণ্যচিত্র, প্রামাণ্যচিত্রের কাঠামো, এনজিও প্রামাণ্যচিত্র, মুক্ত বা স্বাধীণ প্রামাণ্যচিত্র, গবেষণার জন্য করণীয়, সাক্ষাতকার গ্রহণ কৌশল, প্রামাণ্যচিত্রের প্রস্তাবনা লিখন, অর্থায়নের জন্য কোথায় যেতে হয়, প্রামাণ্যচিত্রের দর্শক কে, এ ছবি প্রদর্শণের জন্য কোথায় পাঠাতে হয়, প্রামাণ্যচিত্রের চিত্রগ্রহণ, বিভিন্ন ধরণের ক্যামেরার ব্যবহার, প্রাথমিক চিত্রগ্রহণ কলা-কৌশল, প্রামাণ্যচিত্রের শব্দের ব্যবহার ও শব্দের গুরুত্ব, সম্পাদনার ধারণা, সম্পাদনার টেবিলে কিভাবে প্রামাণ্যচিত্র নির্মিত হয় প্রভৃতি।
প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ে পারদর্শী দেশের বরেণ্য শিক্ষকমন্ডলীরা এ প্রশিক্ষণে পাঠদান করবেন। প্রশিক্ষণ সময় সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা। প্রশিক্ষণার্থীর যোগ্যতা এইচএসসি অথবা সমমান। বয়স অনুর্ধ্ব ৫০ বছর।
আগামী ১০ এপ্রিল সকাল ১০টায় বাছাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী চূড়ান্ত করা হবে। এর প্রশিক্ষণ ফি ৫০০০ টাকা। ১৫ এপ্রিল ক্লাস শুরু হবে। বিস্তারিত তথ্যের জন্য নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে-০১৭১১১৩৮৩০৪, ০১৮৬৬৯৯৮৭৩১, ০২-৫৫০৭৯৩৪৪, ০২-৫৫০৭৯৩৪২।