নিজস্ব প্রতিবেদক :
দুই ধারার দু’টি বাংলা সিনেমা সৈকত নাসিরের পরিচালনায় নির্মিত ‘পাষাণ’ ও বিজন ইমতিয়াজ নির্মিত ‘মাটির প্রজার দেশে’ আগামীকাল ২৩ মার্চ সারাদেশে এক যোগে মুক্তি পাচ্ছে। পাষাণ দেশের ১০৮টি হলে একযোগে মুক্তি দেয়া হচ্ছে। তবে মাটির প্রজার দেশে শেষমেষ ৪টি হল পেয়েছে। পাষাণ ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া লিমিটেডের মতো বাংলাদেশের সেরা প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু মাটির প্রজার দেশে বিজন ইমতিয়াজ ও আরিফুর রহমান আরিফ দুই বন্ধুর একক প্রচেষ্টায় তৈরি প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন থেকে।
জাজ মাল্টিমিডিয়া দেশের ও যৌথ প্রযোজনায় নির্মিত সুপার ডুপার হিট সিনেমার সফল প্রযোজনা প্রতিষ্ঠান। আর পরিচালক সৈকত নাসির এর আগে নির্মাণ করেছেন দেশা দ্যা লিডার ও হিরো ৪২০ নামে দুটি হিট সিনেমা। মাটির প্রজার দেশে দু জন প্রবাসী বাংলাদেশী তরুণের নির্মিত সিনেমা। এটি তাদের প্রথম সিনেমা। কিন্তু এ ছবিটি বিশ্বের বিভিন্ন দেশে উৎসবে দেখানো হয় এবং জিতে নেয় বেশ কিছু পুরষ্কার। বিজন ইমতিয়াজ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় চলচ্চিত্র-টেলিভিশন অ্যান্ড থিয়েটার বিভাগে স্কলারশিপে পড়াশোনা করেন। এছাড়া এর আগে একটি শর্টফিল্ম নির্মাণ করেন তিনি। যা বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়।
পাষাণ সিনেমাটি ঢাকার মধ্যে যে সব হলে মুক্তি পেয়েছে: স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, বলাকা, মধুমিতা, শ্যামলী, সনি, অভিসার, এশিয়া, আনন্দ, চিত্রামহল, বি জি বি গেট, গীত, সেনা অডিটোরিয়াম, পূরবী, রাজমনী, শাহিন, মুক্তি, পুনম, রানীমহল, নিউ গুলশান।
ঢাকার বাইরে: নিউ মেট্রো – নারায়ণগঞ্জ, চন্দ্রিমা- শেরপুর, সেনা- সাভার, চম্পাকলী- টঙ্গী, বর্ষা – জয়দেবপুর, চাঁদমহল – কাচপুর, মনিহার- যশোর, নন্দিতা – সিলেট, অভিরুচী – বরিশাল, পূরবী – ময়মিনসিংহ, রূপকথা – পাবনা, শাপলা – রংপুর, সনিয়া- বগুড়া, আলমাস – চিটাগং, মডার্ন – দিনাজপুর, শংখ – খুলনা, চিত্রালী – খুলনা, নবীন – মানিকগঞ্জ, পান্না – মুক্তারপুর, ঝংকার – পাঁচদোনা, ফিরোজ মহল – পাগলা, বিলাস – সাভার, মমতাজ – সিরাজগঞ্জ, কাকলী – শেরপুর, সন্ধ্যা – রাজবাড়ী, কেয়া – টাঙ্গাইল, রুপালী – কুমিল্লা, গ্যারিসন – কুমিল্লা ক্যান্টনমেন্ট, নিউ রজনীগন্ধা – চালা, হিরামন – নেত্রকোনা, তিতাস – পটুয়াখালী।
রূপসী – ভোলা, পূর্বাশা – সান্তাহার, মানসী – কিশোরগঞ্জ, দর্শন – ভৈরব, মনোয়ার – জামালপুর, বানাণী- কুষ্টিয়া, চিত্রবানী – গোপালগঞ্জ, মাধুবী – মধুপুর, রাজ – কুলিয়ারচর, মধুমিতা- মাগুরা, হেপী – লক্ষীপুর, মোহনা – কোনাবাড়ী, প্রিয়া – ঝিনাইদাহ, মুন – হোমনা, চালান্তিকা – গোপালদী, হিরক – গোবিন্দগঞ্জ, ঝংকার- বক্সিগঞ্জ, তাজ – গাইবান্ধা, রোনা – চালাকচর, পালকী- চান্দিনা, ঝর্না – দাউদকান্দি, ভাই ভাই – দেওয়ানগঞ্জ, সিক্তা – দোনাত, অন্তরা- মেলানদাহ, ফাল্গুনী – নাগারপুর, ছন্দা –পাতিয়া, সঙ্গীতা – সাতক্ষীরা, মনিকা – সায়েস্তাগঞ্জ, বর্নালী – সাহজাদপুর, ভাই ভাই – সখিপুর, মিলন – মাদারীপুর, রাজিয়া – নাগারপুর, মুন – মুক্তাগাছা, মল্লিকা- উল্লাপাড়া, আলতা – সরিষাবাড়ি, লিলি – কুলাউড়া, কথাচিত্র – কোতোয়াদি, আলমডাঙ্গা – আলমডাঙ্গা, আনামিকা – পিরোজপুর, আনন্দা – তানোর, আয়না – আক্কেলপুর, বাবু টকিজ – নীলফামারী, ছন্দা – কালীগঞ্জ, দিনান্ত – কিশোরহাট, গ্রারিসন – দয়ারামপুর, জনতা – জালঢাকা, লাইট হাওজ – পারুলিয়া, মমতাজমহল – নীলফামারী, নসিব – সাপাহাড়, রাজু – ঈশ্বরদী, রংধনু – নজিপুর, শাহিন – বুল্লাবাজার, সোনালী – ঘোড়ঘাঁট, সনি – ইসলামপুর, উল্লাস – বীরগঞ্জ এবং মুক্তি – চান্দাইকোনা, প্রিয়া – গৌরিপুর
এদিকে ‘মাটির প্রজার দেশে’ মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, রাজশাহীর উপহারসহ চারটি হলে। দুই প্রান্তের দুই ধারার সিনেমা দেখতে দর্শক প্রেক্ষাগৃহে ভিড় করবে এটাই সবার প্রত্যাশা।