একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাসহ অপরাধীদের ফাঁসির দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগে জমায়েত হয় কিছু তরুণ। তাদের এই জমায়েতে শরীক হয় লাখো জনতা। সবার মুখে একটাই স্লোগান ‘ফাঁসি চাই’। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্তর হয়ে ওঠে লোকে লোকারণ্য। এই প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তবে সে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে আবারও একটি যুদ্ধে যেন সামিল হয়। সে যুদ্ধে একাত্তরে যারা স্বাধীনতার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের শাস্তি নিশ্চিতের দাবি।
প্রজন্মের লাখো জনতার এ বিপ্লবকে চলচ্চিত্রের পর্দায় প্রামাণ্যচিত্র হিসেবে হাজির করলেন প্রখ্যাত ও গুণী চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসীন মুরাদ। এই বিপ্লবের পুরো চিত্র ক্যামেরায় ধারণ করে তিনি নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘এখনো ৭১’। প্রামাণ্যচিত্রটি আগামীকাল শনিবার বিকাল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় ছায়ানটের অডিটোরিয়ামে দেখানো হবে। এর আগে বেশ কয়েকটি উৎসবে এ চলচ্চিত্রটি প্রদর্শণ করা হয়েছে।
৯৬ মিনিটের এ প্রামাণ্য চলচ্চিত্রে মুক্তিযোদ্ধাদের চাওয়া পাওয়া, এ প্রজন্মের প্রত্যয় উঠে এসেছে। তুলে ধরা হয়েছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি। আর দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার দৃপ্ত পদচারণা।