বিভিন্ন পেশার দশজন মানুষ। মিলিত হন পার্বত্য জেলার এক প্রত্যন্ত অঞ্চলে। রশীদ চৌধুরী নামের একজন সেদিন দুপুরে উপস্থিত হয়ে লাঞ্চে যোগ দেয়ার কথা। কিন্তু লাঞ্চে তিনি স্বশরীরে আসেননি। এর পরিবর্তে একটি ভিডিও স্বাগত জানায় সবাইকে। অভিযোগ করেন প্রত্যেকের নামে। তারা একটি হত্যাকান্ড ঘটিয়েছে। কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে। তাদের অপরাধের শাস্তি দেওয়া হবে। এ জন্য সবাইকে এক জায়গায় জড়ো করা হয়েছে। সবাই হতভম্ব। সবাই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর মধ্যে খুন হয়েছেন একজন। এভাবে গল্প এগোয়।
দারুণ দম বন্ধ করা থ্রিলার আর নানা সাসপেন্স নিয়ে তৈরি করা আকা রেজা গালিবের প্রথম কাহিনীচিত্র কালের পুতুল। ছবিটি ৩০ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
কালের পুতুলের একটি দৃশ্য
এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮’ তে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে ছবিটি মনোনীত হয়েছিলো। গেল ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘কালের পুতুল’।
সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে এর ট্রেলার। পোস্টারও প্রকাশ করা হয়েছে অনলাইনে। চলচ্চিত্রটি নিয়ে দারুণ আশাবাদী নির্মাতা আকা রেজা গালিব।
তিনি জানান, দুই বছর আগে বান্দরবানের বিভিন্ন লোকেশনে ‘কালের পুতুল’ ছবিটির শুটিং করা হয় । নাসিফুল ওয়ালিদের চিত্রনাট্যে কালের পুতুল ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, রাইসুল ইসলাম আসাদ, শাহেদ আলী, বীথি রাণী সরকার, লুৎফর রহমান র্জজ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক, জান্নাতুন নূর মুন। ছবির সিনেমাটোগ্রাফার সৈয়দ কাশেফ শাহবাজী, সংগীত পরিচালনায় সানী জোবায়ের এবং সম্পাদনায় সামির আহমেদ।