শাকিব খান, বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক ও প্রযোজক। তার প্রকৃত নাম মাসুদ রানা। আজ তার জন্মদিন। ১৯৭৯ সালের ২৮ মার্চ ঢাকার নারায়নগঞ্জে তার জন্ম হয়। এবার জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য শাকিব তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলছেন।
সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে শাকিবের অভিনয় জীবনের শুরুটা হয়েছিলো ১৯৯৯ সালে। এরপর দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। নায়ক মান্না মারা যাওয়ার পরে গত এক দশক ধরে বাণিজ্যিক ধারা চলচ্চিত্রে তিনি রাজত্ব করে যাচ্ছেন। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’।
এদিকে দেশের পাশাপাশি ওপার বাংলাতে জনপ্রিয় হয়ে উঠছেন এই চিত্রনায়ক। যৌথ প্রযোজনাসহ বেশ কিছু ওপার বাংলার চলচ্চিত্রে কাজ করছেন তিনি। শাকিব ৩ বার জাতীয় চলচিত্র পুরষ্কার এবং ৮ বার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা ।
শাকিবের পারিবারিক জীবনটা বেশ এলোমেলো। ২০০৮ সালের ১৮ এপ্রিল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করলেও, ২০১৭ সাল পর্যন্ত তা গোপন রাখা হয়। তবে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সকলের অগোচরে এই দম্পতির কোল জুড়ে আসে একটি ছেলে সন্তান। নাম আব্রাহাম খান জয়।
২০১৭ সালে বিয়ে ও সন্তানের সংবাদটি একটি বেসরকারি টেলিভিশনে অপু বিশ্বাসের দেয়া লাইভ সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আসে। নানা নাটকীয়তার পরে এর অল্প কিছু দিনের মাথায় তাদের বিচ্ছেদ হয়।