নিজস্ব প্রতিবেদক:
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে আকা রেজা গালিবের ছবি ‘কালের পুতুল’র দেশব্যাপী মুক্তি আজ শুক্রবার। ভিন্নধর্মী একটি সাসপেন্স থ্রিলার কালের পুতুল। দেশের মাত্র ছয়টি হলে ছবিটি মুক্তি দেয়া হলেও পরে হল সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।
ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা হল, খুলনার লিবার্টি, ময়মনসিংহের ছায়াবানি ও দিনাজপুরের মডার্ন সিনেমায় চলবে ছবিটি।
‘কালের পুতুল’ সিনেমায় অভিনয় করেছেন বীথি রানী সাহা, রাইসুল ইসলাম আসাদ, জান্নাতুন নূর, চিত্রনায়ক ফেরদৌস, শাহেদ আলী, লুৎফর রহমান র্জজ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্কসহ অনেকে।
গেলো ফেব্রুয়ারি মাসে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘কালের পুতুল’।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮’ তে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে ছবিটি মনোনীত হয়েছিলো।
কম হলে মুক্তি পেলেও চলচ্চিত্রটি নিয়ে দারুণ আশাবাদী নির্মাতা আকা রেজা গালিব।