ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতির জন্মদিন আজ।১৯৬৫ সালের ৩১ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি।গত ২০১৬ সালের ২০ মার্চ মাত্র ৫১ বছর বয়সেই প্রয়াত হয়েছেন তিনি।
সোনালী সময়ে শো-বিজ অঙ্গনে দ্যুতি ছড়ানো দিতি এখন শুধুই স্মৃতি। তাঁর সতীর্থ থেকে শুরু করে ভক্ত-অনুরাগীর মধ্যে তিনি বেঁচে থাকবেন নিজের শিল্পীসত্তা নিয়ে আজীবন। তাঁর অভিনয় ভুলবার নয়।
১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা করেন তিনি। উদয়ন চৌধুরীর চলচ্চিত্র ‘ডাক দিয়ে যাই’দিয়ে শুরু। এরপর হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, উছিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, স্নেহের প্রতিদান, শেষ উপহার, চরম আঘাত, কালিয়া, স্বামী-স্ত্রী, মেঘের কোলে রোদ, জোনাকির আলোসহ প্রায় ২শ সিনেমায় অভিনয় করেন তিনি।
দিতি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যে গল্পে ভালোবাসা নেই’। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।