নিজস্ব প্রতিবেদক :
ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি স্লোগানে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮ পালন করা হয়েছে। এ উপলক্ষে বিএফডিসি, শিল্পকলা একাডেমি, চ্যানেল আইসহ বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের ছিলো নানা আয়োজন। জাঁকজমকভাবে পালিত দিবসে বাংলা চলচ্চিত্রের বর্তমান সংকট ও এর থেকে উত্তোরণের উপায় নিয়ে আলোচনা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র দিবসে দ্বিধা-বিভক্ত হয়ে উৎসব উদযাপন করা হয় বিএফডিসিতে। দুই ভাগেই তারকাদের উপস্থিতি। বিএফডিসির আয়োজনে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন । অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, পূজা চেরি, চিত্রনায়ক রোশানসহ এফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে তথ্যমন্ত্রীর অনুষ্ঠান বর্জন করে আলাদাভাবে উৎসব আয়োজন করেছে চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।
এ কমিটির ব্যানারে সকাল সাড়ে ১০টার দিকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সৈয়দ হাসান ইমাম। এ সময় চিত্রনায়ক ফারুক, মিশা সওদাগর, জায়েদ খানসহ শিল্পী, কলা-কুশলী ও নির্মাতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এদিকে বিএফডিসির আয়োজনে উপস্থিত হয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলী, প্রযোজক, নির্মাতা, পরিচালক, পরিবেশক ও প্রদর্শকসহ চলচ্চিত্রামোদী সব দর্শককে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে বর্তমান চলচ্চিত্রের সংকট নিয়ে আলোচনা করেন তিনি। এ থেকে উত্তোরণ ঘটাতে সরকারের নানামুখী পদক্ষেপের কথাও বলেন তিনি।
বিএফডিসিতে সারাদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো টক শো, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতি অনুষ্ঠান এবং সম্মাননা প্রদানের আয়োজন। এফডিসি প্রাঙ্গনে বিকালে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি তারকাদের মিলনমেলায় পরিণত হয়। ছিলো রোজিনা-সাইফ খান, নিপুন, পপি, জায়েদ খান, সাইমন সাদিক-মাহিয়া মাহি, জয় চৌধুরী-রোমানা নীড়, সানজু জন-বিপাশা কবির, আসিফ নূর-মিষ্টি জান্নাত, শিপন মিত্র-শিরিন শিলাসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।
এদিকে চ্যানেল আই দিনব্যপী অনুষ্ঠানমালা সাজিয়েছে এ দিবস উপলক্ষ্যে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে শুরু হয় চলচ্চিত্রের মানুষদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। যেখানে বাংলা চলচ্চিত্রের কালজয়ী গান গেয়ে শোনান কিংবদন্তিতূল্য কণ্ঠশিল্পী খুরশিদ আলমসহ নবীন শিল্পীরা। গানের ফাঁকে ফাঁকে চলে চলচ্চিত্র নিয়ে আলাপ।
চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ আলোচনায় অংশ নিয়ে বলেন, বাংলা চলচ্চিত্রে এই মুহূর্তে তিনটি জিনিষের প্রয়োগ খুব বেশি প্রয়োজন। তিনি বলেন, চলচ্চিত্রকে ঠিকঠাকভাবে তুলে ধরতে এই মাধ্যমটিতে প্রচুর মেধা সম্পন্ন মানুষের সমাগম ঘটা দরকার। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা দরকার। এবং এই মুহূর্তে আমাদের দেশিয় চলচ্চিত্র মৌলিক গল্পের দিকে যাওয়া দরকার। তাহলেই কেবল বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে।
চ্যানেল আই চেতনা চত্বরে উপস্থিত ছিলেন নির্মাতা ছটকু আহমেদ, গবেষক ও সাংবাদিক অনুপম হায়াৎ, সাহিত্যিক আমীরুল ইসলাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, অভিনেতা টেলি সামাদ, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহমেদ, আফরোজা বানু ও জলিল। অতিথিরা বাংলা চলচ্চিত্রের সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা সংকট উত্তোরণের পথও বাতলে দেন নানাভাবে।