ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) আয়োজন করেছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে উৎসবের মূল আয়োজন। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এ আয়োজনে জাপান, আমেরিকান নিউ মাইম থিয়েটার, ইরান, জার্মানি, নেপালসহ ভারতের ২ টি দল অংশ নিচ্ছে। এছাড়া পুরো ক্যাম্পাসজুড়েই থাকবে পথ শো। এবারের মুকাভিনয় উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয় আলোয়’।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান আয়োজনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান নিউ মাইম থিয়েটারের ডিরেক্টর কাজী মশহুরুল হুদা মূকাভিনয় প্রদর্শনী করবেন। এছাড়া ভারতের সোমা মাইম থিয়েটার, জার্মানির নিমো মাইম, রংপুরের মিরর মাইম থিয়েটার, জাপানের শিল্পীদ্বয় এবং আয়োজক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন অংশ নেবে।
২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি “না বলা কথাগুলো না বলেই হোক বলা” স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর লোকমানের হাত ধরে যাত্রা শুরু করে সংগঠনটি। সংগঠনটি ২য় বারের মতো এবার আন্তর্জাতিক উৎসবের আয়োজন করেছে।