নিজস্ব প্রতিবেদক :
শুরু হচ্ছে আবৃত্তি ও বাচিক শিল্পচর্চা প্রতিষ্ঠান কণ্ঠশীলনের দ্বিনবতিতম (৯২) আবর্তন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে চার মাস মেয়াদি এই কোর্সের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ ১০ মে।
কণ্ঠশীলনের এই আবর্তনে প্রশিক্ষণ দেবেন মীর বরকত, গোলাম সারোয়ার, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. সৌমিত্র শেখর, ড. আইরিন পারভীন লোপা ও নরোত্তম হালদার।
অনলাইনে আবেদন করতে চাইলে কণ্ঠশীলনের ওয়েবসাইটে (www.school.kanthoshilon.org) গিয়ে আবেদন করা যাবে। এছাড়া ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় (শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে ৪টা), কারুকর, ৩৩০ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, মর্মর, ১৪ আজিজ সুপার মার্কেট, শাহবাগ(সকাল ১০টা থেকে রাত ৮টা), কন্ঠশীলনের কার্যালয়, ২২২ নিউ এলিফ্যান্ট রোডে মঙ্গলবার বাদে প্রতিদিন (বিকাল ৫টা থেকে রাত ৯টা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
আবেদনপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে ১১ মে শুক্রবার সকাল ৯টায়। বিস্তারিত যোগাযোগের জন্য ০১৫৫২৩২৭৩০৫, ০১৭৩০০৩৯০৯০, ০১৭১৭৪৩৭৪৫৫, ০১৯৭০০৩৯০৯০, ০১৬৭৫৪৫৮৫২৫, ০১৯১২৫৭৩১৯৫ নম্বরে যোগাযোগ করা যাবে।