থিয়েটার আর্ট ইউনিটের দশম প্রযোজনা ‘সময়ের প্রয়োজনে’ মঞ্চ নাটকের ৬৮ তম প্রদর্শনী হতে যাচ্ছে আগামী ১০ এপ্রিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে ।
জহির রায়হানের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি এই নাটকে একদল মুক্তিযোদ্ধার স্বপ্ন, আশা, দুঃসাহস, বীরত্ব, ত্যাগ, আশংকা, আনন্দ, বেদনা আর হতাশার সঞ্চিত অভিজ্ঞতার লোমহর্ষক বর্ণনায় ঘটনা থেকে তৈরি হতে থাকে গল্প। গল্পের সেই শঙ্কা আর হতাশার জরা এক সময় উনিশ’ একাত্তর থেকে আমাদের বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।