নিজস্ব প্রতিবেদক :
আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ‘সত্য ও সুন্দরের অন্বেষায় আমাদের প্রদীপ্ত উচ্চারণ’ স্লোগান নিয়ে এগিয়ে যাওয়া ‘চারুকণ্ঠ আবৃত্তি সংসদ’র শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ এবং উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা। প্রশিক্ষণের মাধ্যমে দলের সদস্য সংগ্রহ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নির্বাহি সদস্য খোশনূর তাবাসসুম।
তিনি জানান, ৩ মাস মেয়াদী এই কর্মশালাটির মাধ্যমে আমরা আগ্রহী বাচিক শিল্পীদেরকে দলে অন্তর্ভুক্ত করে থাকি। এছাড়া উপস্থাপনা, আবৃত্তি বা যারা উচ্চারণ সংশোধন করতে চায় তারাও এই কর্মশালাটিতে অংশগ্রহণ করতে পারে।
অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন মীর বরকত, ভাস্কর বন্দোপাধ্যায়, আশরাফুল আলম, হাসান আরিফ, অধ্যাপক রতন সিদ্দিকী, বেলায়েত হোসেন, কামাল উদ্দিন কবীর, রফিকুল ইসলাম, সন্তোষ ঢালী, মাসকুর-এ-সাত্তার কল্লোল, জি এম মোর্শেদ, মীর মাসরুর জামান রনি, আনোয়ার পারভেজ এবং ফারজানা রোজী।
তাবাসসুম জানান, টিএসসিতে এই কর্মশালার আবেদন ফরম পাওয়া যাচ্ছে। আবেদনকারীদের সাক্ষাৎকার ও ভর্তি ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। কর্মশালার কোর্স ফি ধরা হয়েছে এক হাজার টাকা। ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ক্লাস নেয়া হবে।