থিয়েটার আর্ট ইউনিটের ১২তম প্রযোজনা আমিনা সুন্দরীর ৭৪তম প্রদর্শনী আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বেইলী রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বুধবার সন্ধ্যা ৭ টায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের প্রায় ৩০০ বছরের পুরনো লোককাহিনী নছর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে এই নাটকটি রচনা করেছেন এস এম সোলায়মান। নির্দেশনায় আছেন রোকেয়া রফিক বেবী।
আমিনা সুন্দরী নাটকে বাঙ্গালি নারীর প্রেম ও পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনার চিত্র তুলে ধরা হয়েছে। পৃথিবীর পুরুষ শাসিত সমাজের ঘরে ঘরে আজও এই চিত্র দেখা যায়। তাই হাজার নারীর গল্প হিসেবে আমিনা সুন্দরীর গল্প এই নাটকে তুলে ধরা হয়েছে।