বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় ও এ শিক্ষা ব্যবস্থার আওতায় এক কিশোরের মনস্তাত্ত্বিক অবস্থানের উপর তৈরি হয়েছে চলচ্চিত্র কালার অফ চাইল্ডহুড। শাহাদাত রাসএল-এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি দেশে বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এর আগে তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেফিনিশন অফ পলিটিক্স’ দেশে বিদেশে বিভিন্ন উৎসবে পুরস্কার পায়।
‘কালার অফ চাইল্ডহুড’ চলচ্চিত্রটি গত মাসে বুড়িগঙ্গা নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় শুট করা হয়েছে। চলচ্চিত্রটি বিষয়ে নির্মাতা জানান, মাদ্রাসা শিক্ষা ও একজন শিশুর কল্পনার জগতের বৈরিতা পাশাপাশি রেখে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবি শুধুমাত্র বিনোদন হিসেবে নয়, একটি জরুরী মাধ্যম হিসেবে আমি নির্মাণ করতে চেয়েছি। আমার ছবি মুলত অশুভ শক্তির বিরুদ্ধে শুভ স্বপ্নকে জাগ্রত করার প্রত্যয়।
ইমেজ ব্রেকার মুভিজ নির্মিত ‘কালার অফ চাইল্ডহুড’ এর প্রযোজক মিশু মোর্শেদ। এতে অভিনয় করেছেন নাফিস আহমেদ, জয়িতা মহলানবিশ, আলিফ, মিঠা মামুন প্রমুখ।