হুমায়ূন আহমেদের দেবী উপন্যাসের রানুকে আঁকলেন অনম বিশ্বাস তাঁর ছবি দেবী’র পোস্টারে। নতুন সিনেমা দেবীর ফার্স্ট লুক প্রকাশ করেন ১১ এপ্রিল। ১৫ এপ্রিল প্রকাশিত হয়েছে পোষ্টার ও টিজার। সেখানে রানুকে আঁকলেন নির্মাতা। এবার প্রকাশিত হলো দেবী সিনেমার নীলু। মিসির আলীর দুই চরিত্র রানু ও নীলু। দ্বিখন্ডিত রানুর মাঝে উঁকি দিচ্ছে নীলু। জাজ মাল্টিমিডিয়া তাঁদের ফেসবুক পেইজে এ পোস্টার প্রকাশ করেন।
নান্দনিক এ পোস্টার অনেক কিছুই যেন বলে দিচ্ছে। দ্বিখণ্ডিত হয়ে আছে রানুর ছবি। এর মাঝে উঁকি দিয়ে আছে নীলুর মুখ, নীলুকে দেখা যাচ্ছে দ্বিধান্বিত। নদীর জলে ভাসছে নীল জবা। পানির নিচে এক ব্যক্তির হাতের কব্জি কিসের আকুতি জানাচ্ছে যেন।
পোস্টারে ছোট করে লেখা-‘রানু আর নীলুর সম্পর্কটা হতে পারতো নিতান্তই সাধারণ ভাড়াটে-বাড়িওয়ালার সম্পর্ক। কিন্তু কাছাকাছি বয়সের স্বল্প পরিচিত এই দুই নারীর মধ্যে বিস্তৃত হচ্ছে কোনো এক আদিম অশরীরী অস্তিত্ব, সৃষ্টি হচ্ছে অজানা অলৌকিক বন্ধন’।
রানু চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রানু চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার তরুণ ও জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। আর হুমায়ূন আহমেদের বিখ্যাত চরিত্র মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের প্রভাবশালী অভিনেতা চঞ্চল চৌধুরী।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে দেবী সিনেমা পরিচালনা করছেন অনম বিশ্বাস। ছবিটি সরকারী অনুদানপ্রাপ্ত। এছাড়া ছবিটি প্রযোজনা করছেন জয়া আহসান। ছবিটির পরিবেশনায় আছেন জাজ মাল্টিমিডিয়া।