আগামী ৮ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইগলু-চ্যানেল আই রবীন্দ্র মেলা ২০১৮। এ উৎসব পালনে সবরকমের প্রস্তুতি নেয়া হয়েছে। এ প্রস্তুতি বিষয়ে জানাতে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়েজন করা হয়। সার্বিক বিষয়ে বিস্তারিক কথা বলেন চ্যানেলটির পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ তম রবীন্দ্র মেলা আয়োজনের বিভিন্ন প্রস্তুতির খবর। ইগলু এ রবীন্দ্র মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবে। প্রতি বছরের মতো এবারও মেলায় রবীন্দ্র সংগীত শিল্পী ও রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য একজন ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
চ্য্যানেল আইয়ের খোলা প্রাঙ্গনে মেলায় তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত, নৃত্যনাট্য, রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ, ছবি আঁকা ইত্যাদি। থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে নানাস্টল। স্টলগুলোয় থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র সঙ্গীতের অডিও ভিডিও গানের স্টল ও রেকর্ড কাভার প্রদর্শনী ও চলচ্চিত্রের স্টল।
এছাড়া বাংলার ঐতিহ্যসমৃদ্ধ রকমারি পণ্য সামগ্রীর স্টলও থাকবে এ মেলায়। মেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এ অনুষ্ঠান ছাড়াও সকাল থেকেই চ্যানেল আই বিভিন্ন ধরনের রবীন্দ্র বিষয়ক অনুষ্ঠানমালার আয়োজন করবে।