রবীন্দ্র সংগীতের বাণী ও দর্শন নিয়ে শবনম ফেরদৌসির নির্মিত প্রামাণ্যচিত্র ‘ভুবন ভরা সুর’ এর তিনদিনব্যপী প্রদর্শনী শুরু হয়েছে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে এ আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ।
রোববার বিকাল ৩টায় প্রদর্শিত হয় এর প্রথম শো। সোমবার ও মঙ্গলবার একই সময়ে প্রদর্শন করা হবে প্রামাণ্যচিত্রটি। ছবিটি প্রযোজনা করেছেন মেঘনা গুহঠাকুরতা ও সিপ্রা বোস। লেজার ভিশনের ব্যানারে নির্মিত ছবিটি শবনম ফেরদৌসি ২০০৮ সালে নির্মাণ করেন। এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় ২০০৯ সালের মার্চে। একই বছর ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়।
‘ভুবন ভরা সুর’ প্রামাণ্যচিত্রটির দৈর্ঘ্য ৫৬ মিনিট।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রদর্শিত এ ছবিটি দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে নির্মাতা শবনম ফেরদৌসিকালচারাল ইয়ার্ডকে বলেন, `ভুবন ভরা সুর’ ছবিটি ঠিক ১০ বছর আগে নির্মাণ করেছিলাম রবীন্দ্র সঙ্গীতের বাণী ও দর্শন নিয়ে। এ ছবিটি মূলত রবীন্দ্র গবেষক ড. আনিসুর রহমানের অন্বেষণকে উপজীব্য করে। রবীন্দ্রনাথকে নিয়ে তার চিন্তা ও দর্শনগুলোর প্রতিফলন এ ছবিটি।
তিনি বলেন, এটি নির্মাণকালীন সময়ে একটি আধ্যাত্নবাদ ও জীবনদর্শনের দেখা পেয়েছি আমি। যারা এ ছবিটি দেখেছেন আমি মনে করি তারাও একই অনুভূতির মধ্য দিয়ে গেছেন।