বিশেষ প্রতিবেদক :
বাংলা চলচ্চিত্রের আর্কাইভ বলা হয় তাঁকে। চলচ্চিত্র নিয়ে গবেষণা ও তথ্য সংগ্রহ করতে হলে তাঁর শরান্নাপন্ন হতেই হয়। চলচ্চিত্র নির্মাতা, গবেষক, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের ভরসার জায়গা তিনি। বাংলা চলচ্চিত্রের আর্কাইভকে তিনি করেছেন সমৃদ্ধ। বাংলা চলচ্চিত্রের ইতিহাস লিপিবদ্ধ আছে তাঁর গবেষণায়। চলচ্চিত্র সাংবাদিক, গবেষক ও শিক্ষক অনুপম হায়াৎ। ১ জুন তাঁর জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রহ্মপুত্র নদীর পূর্ব তীরে গোপিন্দী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। প্রিয় শিক্ষক অনুপম হায়াৎ স্যারকে কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
অনুপম হায়াৎ স্যারের জন্মদিনে তাঁর সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্র শিক্ষক শিক্ষার্থী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা ও তাঁর দীর্ঘায়ূ কামনা করেছেন। চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎও সবার কাছে দোয়া চেয়েছেন। সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেছেন।
অনুপম হায়াৎ চলচ্চিত্র বিষয়ে মোট ৩৬টি গ্রন্থ প্রকাশ করেছেন। ১৯৬৭ সালে প্রথম তাঁর লেখা কবিতা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য- নাট্যঙ্গনে নজরুল, রবীন্দ্রনাথ ও চলচ্চিত্র, বইয়ের বন্ধু বঙ্গবন্ধু ও অন্যান্য, চলচ্চিত্রবিদ্যা, ঢাকার নওয়াব পরিবারের ডায়েরি, বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র, বিশ্ব চলচ্চিত্রের রূপরেখা, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিকথা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এবং অন্যান্য, চিত্র পরিচালক ও তারকাদের আত্মকথা, আলমগীর কবিরের চলচ্চিত্র পটভূমি বিষয় ও বৈশিষ্ঠ্য, পত্র-পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের চলচ্চিত্র সমালোচনা (১৯৫৬-২০০৯), পুরানো ঢাকার সংস্কৃতিক : নানা প্রসঙ্গ, রঙ্গমঞ্চে নজরুল।
এছাড়া প্রথম বাঙালি চলচ্চিত্রকার: হীরালাল সেন ও অন্যান্য, চলচ্চিত্রবিদ্যা, গণমাধ্যম ও নারী, চিত্রনাট্যকলা, চলচ্চিত্রনাট্য : তত্ত্ব ও রচনা নির্দশন, নবাব পরিবারের ডায়েরীতে ঢাকার সমাজ ও সংস্কৃতি, চলচিত্র জগতে নজরুল, তিনটি বিদেশি চিত্রনাট্য, বাংলাদেশের চলচ্চিত্রের রূপরেখা, জহির রায়হানের চলচ্চিত্র : পটভূমি, বিষয় ও বৈশিষ্ট্য অন্যতম।
অনুপম হায়াৎ-এর লেখা প্রবন্ধ :
⇒ বাঙালি সংস্কৃতিতে ঈদ
⇒ ঈদের প্রথম চলচ্চিত্র
বাংলা চলচ্চিত্রের শুরু থেকেই তাঁর পথচলা। চলচ্চিত্র সাংবাদিকতা করেছেন, গবেষণা করেছেন। চলচ্চিত্রের উন্নয়নে নিবেদিতপ্রাণ ছিলেন সবসময়।
তিনি চলচ্চিত্র বোর্ডের সদস্য ও চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন। নজরুল ও চলচ্চিত্র গবেষণায় পেয়েছেন ফেলোশিপ। এছাড়া সরকারি ও বেসরকারি পুরস্কার অর্জন করেছেন। চলচ্চিত্র প্রাণ এই মানুষটি এখনও শিক্ষকতা করছেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগে। চলচ্চিত্র ফিল্ম আর্কাইভ এর প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সক্রিয় আছে এর সাথে।
আরও পড়ুন : ঈদের প্রথম নাটক
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স করেছেন। টিসিবির সাবেক উর্দ্ধতন কর্মকর্তা ছিলেন। তিনি ব্যাক্তিগত জীবনে এক ছেলে ও তিন মেয়ের জনক।