নিজস্ব প্রতিবেদক :
ঈদ-উল ফিতর উপলক্ষে বিটিভিসহ বেসরকারি টেলিভিশনগুলোতে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানে সাজানো হয়েছে। ঈদের দিন থেকে সাতদিনব্যাপী অনুষ্ঠানমালায় টেলিভিশন ফিকশন, আনন্দ আয়োজন আর বিশেষ টকশো অনুষ্ঠিত হবে। দেখানো হবে বাংলা চলচ্চিত্র। কালচারাল ইয়ার্ড এর পাঠকদের জন্য তুলে ধরা হলো সে সব অনুষ্ঠানমালার কিছু অংশ।
বাংলাদেশ টেলিভিশনে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘গুণীজন সংবর্ধনা’য় আঞ্চলিক বিতর্ক। ১২ জন বিতার্কিক নিজেদের অঞ্চলের কথা তুলে ধরবেন এ অনুষ্ঠানে। নোয়াখালী অঞ্চলের প্রতিনিধিত্ব করে মনিরুজ্জামান মুন্না, বরিশালের মো. আলামিন, পুরান ঢাকার মো. হাবিবুল ইসলাম সুমন, কুমিল্লার মাজহারুল কবির শয়ন, ময়মনসিংহের ইশরাত জাহান তন্মী, যশোরের রকিবুল হাসান, চট্টগ্রামের তমা চৌধুরী, রংপুরের নাসিম নয়ন, কলকাতার সাজিদ খান, সিলেটের খায়ের উদ্দিন চৌধুরী, রাজশাহীর টুটুল এবং ভূমিহীন হিসেবে জিহাদ আল মেহেদি বিতর্ক করেছেন। সৈয়দ আশিকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিকল্পনায় ৫৫ মিনিটের হাস্য রসাত্মক এ অনুষ্ঠানে আঞ্চলিক গুরুত্ব এবং মজার বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে থাকছে নিজ নিজ এলাকার ইতিহাস ঐতিহ্যর ব্যতিক্রমী উপস্থাপন।
বরাবরের মতো এবারও বিটিভির অন্যতম আকর্ষণ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে হানিফ সংকেতের পরিকল্পনা ও উপস্থাপনায় এ অনুষ্ঠানটি। এটি ঈদের চতুর্থ দিন রাত আটটার বাংলা সংবাদের পর পুনঃপ্রচার করা হবে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবারের ইত্যাদি আয়োজন ধারণ করা হয়েছে। ‘ইত্যাদি’ গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ঈদের দিন বেলা দেড়টায় দীপ্ত টিভির পর্দায় দেখা যাবে বদরুল আনাম সৌদ পরিচালিত ও গুনী অভিনেত্রী সুবর্না মোস্তফা অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘গহীন বালুচর’। এ সিনেমায় নবাগত নীলাঞ্জনা নীলা, জান্নাতুন নূর মুন, আবু হুরায়রা তানভীর, রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন, শর্মীমালা, রুনা খান, শাহান সুমী প্রমুখ অভিনয় করেছেন।
মাছরাঙা টেলিভিশনে থাকছে ধারাবাহিক নাটক ‘ঈদের নাটক’। রচনা- রুম্মান রশীদ খান, পরিচালনা- নুজহাত আলভী আহমেদ। ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে নাটকটি দেখানো হবে। অভিনয়ে রয়েছেন আসিফ, নাদিয়া আফরীন, সজল, কল্যাণ, মনিরা মিঠু, আরফান প্রমুখ। তুহিন রাসেলের রচনায় ও মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘ব্রেকআপ স্টোরি’। ঈদের দিন দুপুর ১২ টা ১০ মিনিটে দেখানো হবে এটি।অভিনয় করেছেন আফরান নিশো, অপর্ণা প্রমুখ। রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় ‘জেগে ওঠার গল্প’ দেখানো হবে ঈদের ২য় দিন দুপুর ১২ টা ১০ মিনিটে। অভিনয়ে মিলন ভট্টাচার্য, লেনিন, আনোয়ার, আলআমিন প্রমুখ। ‘প্রজাপতি ভালোবাসা’। রচনা- মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা- রুবেল হোসেন প্রচার হবে ঈদের ৩য় দিন দুপুর ১২ টা ১০ মিনিট। অভিনয়ে: নাঈম, মম, নাদিয়া নদী প্রমুখ। বদরুল আনাম সৌদ এর রচনা ও পরিচালনায় ‘ডেথ অব এ ম্যান’। ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯টায় দেখানো হবে নাটকটি। অভিনয়ে: সুবর্ণা মুস্তাফা, জিতু, নাদিয়া প্রমুখ।
বৈশাখী টেলিভিশনে সকাল ১১টায় ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সোনালী দিনের স্বর্ণালী গান’অনুষ্ঠিত হবে।। নওশাবার উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন নন্দিতা, বৃষ্টি ও উপমা। দুপুর ১টায় ‘শুধু সিনেমার গান’। দুপুর ২টা ২০ মিনিটে বাংলা সিনেমা ‘ভালবাসা দিবি কিনা বল’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত দিনের ধারাবাহিক ‘ঘরজামাই’। মারুফ মিঠুর পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীলাঞ্জনা ও মনিরা মিঠু প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে সাতদিনের ধারাবাহিক ‘হাই প্রেসার-২’। আদিবাসী মিজানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া, ফারুক আহমেদ, আ খ ম হাসান ও জামিল প্রমুখ।
চ্যানেল আইতে ঈদের দিন বেলা ১১টা ৩০ মিনিটে টেলিমুভি ‘কবির হোসেন একজন কাপুরুষ’। রাগিব শাহরিয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, শবনম ফারিয়া, আজাদ, সোহেল খান, আহসান হাবিব নাসিম প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বাংলা ছবি ‘কালের পুতুল’। বিকাল ৫টা ৪০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ছায়া হয়ে তবু পাশে রইবো’। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘ভবঘুরে’।
ফেরদৌস হাসানের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন তাহসান, লাক্স তারকা মিম মানতাশা, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘ফেইসবুকে বিবাহ’। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয়, মৌসুমী হামিদ, শর্মীমালা ও জেবা অনিকা প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বাংলা ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’। রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন পূর্ণিমা, মামনুন ইমন, প্রাণ রায়, রাইসুল ইসলাম আসাদ ও সাবেরী আলম প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’। পরিচালনা ও উপস্থাপনায় আছেন শাইখ সিরাজ।
চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বাংলা ছবি ‘আলতাবানু’। অরুণ চৌধুরী পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান ও সাবেরী আলম প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘কখন থামবে কোলাহল’। হিমেল আশরাফ পরিচালিত এ নাটকে আছেন নুসরাত ইমরোজ তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম‘সুর সতীন’। সাইদুর রহমান রাসেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মেহজাবিন চৌধুরী, আল মনসুর ও ডলি জহুর প্রমুখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘বাবার জুতা’। তানিয়া আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাফা কবির, এ্যালেন শুভ্র ও মোমেনা প্রমুখ।
বৃন্দাবন দাসের রচনা ও সালাহউদ্দীন লাভলুর পরিচালনায় এটিএন বাংলায় সকাল ৮টায় টেলিফিল্ম ‘পত্র মিতালী’ অনুষ্ঠিত হবে। বৈশাখী টেলিভিশনে দুপুর ২টা ২০মিনিটে বাংলা সিনেমা ‘হৃদয়ের কথা’ দেখানো হবে। বাংলাভিশনে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘পুড়ে যায় মন’ দেখানো হবে। অভিনয়ে: পরীমনি, সাইমন, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘জলসাঘর’; রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন; অভিনয়ে: অপূর্ব, মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারী মম প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে স্বল্প বিরতির বাংলা চলচ্চিত্র ‘এক টাকার দেনমোহর’; অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, সুচরিতা, সোহেল রানা, নতুন প্রমুখ। রাত ৭টা ৫০ মিনিটে ঈদ উপলক্ষে স্বল্প বিরতির নাটক ‘দোহাই লাগে লায়লা’; রচনা: প্রিন্স এ আর; পরিচালনা: খায়রুল পাপন; অভিনয়ে: জন, তিশা প্রমুখ।
সকাল ১০টা ১০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসা এক্সপ্রেস’; অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, মিম চৌধুরী, আহমেদ শরিফ প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘গুলনেহার’; রচনা ও পরিচালনা: অনিমেষ আইচ; অভিনয়ে: ভাবনা, রওনক হাসান, লুৎফর রহমান জর্জ, রুনা খান, অ্যালেন শুভ্র, দিলারা জামান প্রমুখ। বিকাল ৫টা ১৫ মিনিটে ঈদ উপলক্ষে উপমহাদেশের বরেণ্য সঙ্গীত ও অভিনয় ব্যক্তিত্ব অঞ্জন দত্তের সাথে তার গান, সিনেমা ও নানা অজানা বিষয় নিয়ে অনুষ্ঠান ‘বেলা বোস তুমি পারছ কি শুনতে’; উপস্থাপনা: মিথিলা। রাত ৭টা ৫০ মিনিটে স্বল্প বিরতির নাটক ‘নীল গ্রহ’; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়ে: মাহফুজ আহমেদ, অপি করিম প্রমুখ। রাত ৯টা ৫ মিনিটে স্বল্প বিরতির নাটক ‘তোমাকে চাই’; রচনা: মেহরাব জাহিদ; পরিচালনা: মুরসালিন শুভ; অভিনয়ে: মোশাররফ করিম, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, অপর্না ঘোষ, স্নিগ্ধা মোমিন প্রমুখ।
এটিএন বাংলায় ঈদের পরদিন বেলা ৩টা ১০ মিনিটে দীপংকর দীপন পরিচালিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ প্রচারিত হবে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি ও তাসকিন রহমান। ‘ঢাকা অ্যাটাক’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র প্রমুখ।
ঈদের পরের দিন দুপুর আড়াইটায় মাছরাঙা টেলিভিশনে জাকির হোসেন রাজুর পরিচালিত ‘পোড়ামন’ প্রচার হবে। এতে অভিনয় করেন সাইমন সাদিক, মাহিয়া মাহী, আনিসুর রহমান মিলন, মিশা সওদাগর, আলীরাজ, মনিরা মিঠু, বিপাশা কবিরসহ আরও অনেকে।