আজ ঢালিউডের সম্ভাবনাময় চিত্র নায়িকা, মডেল ও নৃত্য শিল্পী শিরিন শিলার জন্মদিন। রাত ১২টায় পরিবারের সারপ্রাইজিং পার্টি দিয়ে শুরু হয় তার জন্মদিনের আয়োজন। এছাড়া চলচ্চিত্রাঙ্গনের প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটব হবে বলে জানা গেছে।
২০১০ সালে ‘গুলশান এভিনিউ’ দিয়ে শিরিন শিলার অভিনয়ের ক্যারিয়ার শুরু হয়। এরপর বেশ কিছু নাটক, সিরিয়াল ও বিজ্ঞাপণে কাজ করেন তিনি। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এই তরুণ অভিনেত্রী। ইতোমধেই তাঁর অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। চুক্তিবদ্ধ হয়েছেন আরও দশের অধিক সিনেমায়।
বর্তমানে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘আমার সিদ্ধান্ত’, সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’সহ বেশ কিছু চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিরিন শিলা।
এই উদিয়মান নায়িকার জন্মদিনে কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে রইলো অনেক শুভ কামনা।