নিজস্ব প্রতিবেদক:
আত্মপ্রকাশ করলো নাট্যনির্দেশকদের নতুন সংগঠন ‘থিয়েটার ডিরেক্টরস ইউনিটি’। সারাদেশের মঞ্চ নাটকের নির্দেশকদের নানাবিদ অভিন্ন সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এই নতুন সংগঠনটি গঠন করা হয়েছে।
সম্প্রতি নাট্যনির্দেশকদের এক প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ এই সংগঠনের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব অনন্ত হিরাকে সমন্বয়ক করে সাত সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, ফয়েজ জহির, ইশরাত নিশাত, আজাদ আবুল কালাম ও মোহাম্মদ বারী।
অনুষ্ঠানে থিয়েটার ডিরেক্টরসদের একটি ইউনিটি গড়ে তোলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন সংগঠনের সমন্বয়ক অনন্ত হিরা বলেন, ‘বাংলাদেশের মঞ্চনাটকের নির্দেশকদের সৃজনশীল বিকাশ, নিজেদের ভেতর পারস্পরিক সৃজনশীল আদান-প্রদান ও সারাদেশের মঞ্চ নাটকের নির্দেশকদের নানাবিদ অভিন্ন সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এই নতুন সংগঠনটি গঠন করা হয়েছে।’
নাট্যনির্দেশক আহমেদ ইকবাল হায়দারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মামুনুর রশীদ, ড. ইনামুল হক, লাকী ইনাম, মান্নান হীরা, রোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম, গোলাম সারোয়ার, মলয় ভৌমিক, নূনা আফরোজ, অলোক বসু, ইউসুফ হাসান অর্ক, বাকার বকুল, শামীম সাগর, মোস্তফা হিরা প্রমূখ।