নানা বাধা পেরিয়ে আগামীকাল শুক্রবার সারাদেশের শতাধিক হলে মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’। ভারতের এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রটি বাংলাদেশে আমদানি করেছে ‘এন ইউ আহমেদ ট্রেডার্স’। গত ঈদে এটি ওপার বাংলায় তুলনামূলক ভালো ব্যবসা করেছে।
আমদানি কারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকাসহ সারাদেশের ১০৯টি হলে ‘ভাইজান এলো রে’ মুক্তি পাচ্ছে।
ছবিতে শাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী ও পায়েল। ভারতের জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবি আরও অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী এবং কলকাতার শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ।