গত রোজার ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত সাজ্জাদ সুমন পরিচালিত নাটক ‘কলুর বলদ’ জনপ্রিয়তায় অনেক এগিয়ে ছিলো। এর ধারাবাহিকতায় এবার কোরবানীর ঈদেও প্রচারিত হয় এর সিক্যুয়াল ‘কলুর বলদ ২’। প্রবাসীদের দু:খ কষ্ট আনন্দ বেদনা নিয়ে নির্মিত এ নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে এবার। বিশেষ করে প্রবাসীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে নাটকটি। বিদেশে থাকা ও বিদেশ ফেরত প্রতিটি প্রবাসী নিজেদের স্বরুপ যেন দেখতে পেয়েছেন নাটকটি। এটি তাদের আবেগ অনুভূতিকে নাড়া দিয়েছে। আবেগে ভাসিয়েছে স্বজনদের।
রিয়াজ অভিনীত ‘কলুর বলদ’ নাটকটিতে একজন প্রবাসীর সব সুখ বিসর্জন দিয়ে পরিবার, বাবা-মা, ভা্ই বোনের জন্য প্রবাসে বসে কলুর বলদের মতো খাটে। কিন্তু তার সুখ দু:খ জানার কেউ নেই। সে দেশে ফিরলে সবার একটি প্রশ্নই থাকে, আবার কবে যাবে। তার কি চাওয়া, সেটা কেউ জানতে চায়না। এবারের সিক্যুয়াল ‘কলুর বলদ ২’ নাটকটিতেও একজন প্রবাসীর সুখ, দুঃখ, পারিবারিক টানাপড়েন, মায়ের মমতাকে কেন্দ্র করে আবর্তিত। এর দুটি সিক্যুয়ালই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দর্শকরা এরকম কাজ দেখে খুশি। কেউ কেউ আবেগে আপ্লুত।
অনেক প্রবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নাটকটিতে তাদের জীবনের গল্পই পুরোপুরি উঠে এসেছে। প্রবাসীর স্বজনরাও এ নাটক দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি। এবারের কোরবানীর ঈদের ৬ষ্ট দিন চ্যানেল আইতে নাটকটি প্রচারের পর ইউটিউবে প্রকাশ করা হয়েছে। প্রথম ২৪ ঘন্টায়ই নাটকের ভিউয়ার পেরিয়েছে তিন লাখে।
প্রচুর কমেন্ট এসেছে নাটকের ইউটিউবে নাটকটি দেখে। বিশেষ করে প্রবাসীরা নিজেদের প্রত্যাশার কথা লিখেছেন। তারা নির্মাতা সাজ্জাদ সুমন ও চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়েছেন। এরকম আরও কাজ তারা সামনে দেখতে চান বলেও প্রত্যাশা করেছেন। দর্শকদের বিশেষ অনুরোধে নাটকটি মঙ্গলবার(২৮ আগস্ট) আবারও দেখানো হয়েছে চ্যানেল আইয়ের পর্দায় সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে।