রোজার ঈদে মুক্তি পাওয়া বাংলা সিনেমা নিয়ে বেশ রমরমা ছিলো প্রেক্ষাগৃহগুলো। শাকিব খানের সিনেমাগুলোসহ সিয়াম-পূজা অভিনীত পোড়ামন-২ ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যও পায়। সে হিসেবে ঈদ উল আযহায় মুক্তি পাওয়া সিনেমাগুলো দর্শক ও প্রদর্শকদের প্রত্যাশা পূরণে সক্ষম হয়নি। প্রেক্ষাগৃহের মালিক ও দর্শকদের প্রতিক্রিয়া থেকে এমনটাই জানা যায়।
এবারে ঈদে মুক্তি পেয়েছে শাকিব-বুবলি অভিনীত ‘ক্যাপ্টেন খান’, সাইমন-মাহির ‘জান্নাত’, মাহি-বনির ‘মনে রেখো’ ও ববি-রোশানের ‘বেপরোয়া’। এ সব ছবিগুলোর কোনটি নকলের অভিযোগে অভিযুক্ত, কোনটি ওই পরিমান প্রত্যাশা পূরণ করতে পারেনি দর্শক মনে। সিনেমা হলে তেমন দর্শকও দেখা যায়নি।
শাকিব-বুবলি অভিনীত ‘ক্যাপ্টেন খান’ শুরু থেকেই নকলের অভিযোগে অভিযুক্ত। তবে শাকিব খান এটি খোলাসা করেছেন এই বলে যে, এটি নকল নয়, এটি রিমেক। তবে তামিল তেলেগু ছবি ঘরে বসে কেউ উপভোগ করলে হলে গিয়ে এর চেয়ে নিন্মমানের ছবি পয়সা খরচ করে কে দেখতে চায় এমনটাই বলছে দর্শকরা। শাকিব খানের নামেই ঈদের ছবি চলে। তবে সেই শাকিব খানের এবারের ছবি দর্শক না পাওয়ার কারণ আগের ছবিগুলোর চেয়ে মান কম হওয়ার। যার প্রমাণ আগেই পেয়ে গেছেন দর্শক। শাকিব খানের কাছে তারা মৌলিক গল্প ও ভালো নির্মানের ছবি প্রত্যাশা করে।
তবে ঈদের ছবিগুলোর মধ্যে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন–মাহি অভিনীত ‘জান্নাত’ দর্শক পছন্দের শীর্ষে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জান্নাত দেখতে প্রেক্ষাগৃহে আগ্রহী দর্শকরা ভিড় করছেন। কিছুটা ভিন্ন স্বাদের গল্প ও উন্নত নির্মাণশৈলী দর্শককে এই ছবি টানছে বলে মত অনেকের। এরে সাফল্য বিষয়ে নির্মাতা মানিক মনে করেন, এটি একটি ভিন্ন স্বাদের গল্প। এখনকার দর্শক ভালো মানের ভালো আইডিয়ার সিনেমা দেখতে চায়। উন্নত রুচিবোধের দর্শকরা এবার এ ছবিটি দেখার জন্য বাছাই করেছেন। তিনি জানান, বিশ্ব থেকে বর্তমানে জঙ্গিবাদ নির্মূলে তৎপর সবাই। এই বিষয়টিকে ছবির গল্পে তুলে ধরেছি। ছবিটিতে একটি মেসেজ আছে। এতে বিনোদনও পাচ্ছে দর্শক। ছবিটি দর্শক গ্রহণ করায় ভবিষ্যতে সময়োপযোগী আরও গল্প নিয়ে সিনেমা নির্মাণের উৎসাহ পাচ্ছেন বলে নির্মাতা জানালেন।
মাহি-বনি অভিনীত ‘মনে রেখো’ ছবিটি বেশকিছু প্রেক্ষাগৃহে চললেও ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করেন দর্শক ও প্রদর্শকরা। ঈদে দর্শক যেমন ছবি দেখতে চায়, সেই প্রত্যাশা ছবিটি পূরণ করতে পারেনি বলে মনে করেন প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দীন। তিনি জানান, কলকাতার শিল্পী নিয়ে ছবি নির্মাণ করলেই যে সেই ছবি দর্শক দেখবে এমন ধারণা ইতিমধ্যে একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে। গল্প, নির্মাণ আর প্রযুক্তির জোর থাকতে হবে। না হলে দর্শক কেন সেই ছবি দেখবে? বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ভালো গল্প ও ভালো নির্মাণের ছবি সর্বদা দর্শক মন জয় করে।
জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘বেপরোয়া’ ঈদের একদিন আগে সেন্সর ছাড়পত্র পাওয়ায় মফস্বলের একটি মাত্র সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিটি পরে দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ও সবার প্রত্যাশা পূরণ করবে এমনটা মনে করেন সংশ্লিষ্টরা।