পহেলা সেপ্টেম্বর বৈশাখী টেলিভিশন এবং নাগরিক ঢাকা ফাউন্ডেশন যৌথভাবে আয়োজনে করেছে ‘ক্লিন ঢাকা কনসার্ট’।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।
কনসার্টে গান গাইবেন মাইলস, ফিডব্যাক, ডিফারেন্ট টাচ্, নেমেসিস, তপু ও যাত্রী এবং বন্ধুজনা। তাদের সাথে আরও থাকবেন জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি এবং শাওন মজুমদার।
বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ অডিটরিয়ামে বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কনসার্ট অনুষ্ঠিত হবে। বৈশাখী টেলিভিশন কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে ।
এ বিষয়ে বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘৪০০ বছর বয়সী ঢাকা শহর আমার, আপনার সকলের। এই ঢাকাকে পরিষ্কার পরিছন্ন রাখা আমাদের দায়িত্ব। দায়িত্ববান নাগরিক হোন, ঢাকাকে পরিছন্ন রাখুন এই শ্লোগানকে সামনে রেখেই আমাদের এ আয়োজন। এ আয়োজনে অংশ নিন সমাজ সচেতনতায় এগিয়ে আসুন।’
নাগরিক ঢাকা ফাউন্ডেশনের সভাপতি এম. নাঈম হোসেন জানান, ‘ঢাকাকে পরিষ্কার পরিছন্ন রাখা এবং যোগ্য নাগরিক গড়ে তোলার স্বার্থেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে নাগরিক ঢাকা ফাউন্ডেশন। ভবিষ্যতে নাগরিক ঢাকা আরো নতুন কর্মকান্ড নিয়ে মানুষের সামনে হাজির হবে। সে পরিকল্পনা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এজন্য প্রয়োজন আপামর মানুষের সর্বাত্মক সহযোগিতা।’
ক্লিন ঢাকা কনসার্টের প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন বৈশাখী টেলিভিশনের হেড অব প্রোগ্রাম আহসান কবির। আয়োজনটি নিয়ে তিনি বলেন, ‘নাগরিক দায়িত্ব থেকেই এই আয়োজন করা হয়েছে। আশা করি দর্শকরা কনসার্টটি উপভোগ করবেন।’