বাংলাদেশের মডেল ও অভিনেত্রী অপ্সরা আলী দেশে বিদেশে অনেকগুলো পুরষ্কার পেয়েছেন। জার্মানি সুগন্ধি ‘ফেস অব বিউটি কুইন’-এর শুভেচ্ছাদূত হয়ে বার্লিনে অনুষ্ঠিত ‘মিস গ্ল্যামার ফেস ওয়ার্ল্ড ২০১৮’ প্রতিযোগিতায় ‘অ্যাক্ট্রেস কুইন’ বিভাগে সেরা হয়েছেন। এবার তিনি বলিউডের একটি সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুটিং এমনটাই জানিয়েছেন অপ্সরা।
এ বিষয়ে অপ্সরা আলী বলেন, প্রতিযোগিতায় বিজয়ীদের নানা সুবিধা দেয় আয়োজকরা। এবার তারা সুগন্ধির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে আমাকে। বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এমন সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। তিনি জানান, আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি বলিউডের ছবিতে কাজ করবেন। কানাডায় এর শুটিং শুরু হবে। নায়ক থাকবেন নতুন। ভালো প্রজেক্ট। এর বেশি এখন কিছু বল্বো। তবে কাজটি হবে এটা কনফার্ম।
অপ্সরা আলীইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘পরবাসিনী’ ছবিতে অভিনয় করেছেন। ছবিতে তাকে দেখা যায় এক সিক্রেট এজেন্টের রোমাঞ্চকর চরিত্রে।
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন তিনি। সেইসাথে জিতে নেন ‘মিস বিউটি স্মাইল’ খেতাবও।
পরবর্তীতে নাটকে অভিনয় শুরু করেন। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে পারফর্ম করেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘মিস কসমোপলিটান ওয়ার্ল্ড ২০১৫’ প্রতিযোগিতায় ছিলেন সেরা দশে। ভারতের কেরালাতে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস এশিয়া বাংলাদেশ ২০১৬’ অংশ নেন।