চ্যানেল আইয়ের পর্দায় আসছে সঙ্গীতের নতুন রিয়ালিটি শো ‘গানের রাজা’। মজায় মজায় গানের রাজ্যের রাজা নির্বাচনে গুলশান ক্লাবে শিশুদের নিয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় চ্যানেল আই।
এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আইগানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস-এর সৌজন্যে এই রিয়ালিটি শো’য়ের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীরসহ চ্যানেল আই ও এসিআইয়ের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
এসিআই ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে ‘গানের রাজা’র আনুষ্ঠানিক চুক্তিতে সই করেন দুই প্রতিষ্ঠানের কর্তব্যক্তিরা। সারাদেশের ৬ থেকে ১৩ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে আয়োজিত ভিন্নধর্মী এই রিয়ালিটি শো নিয়ে জানালেন অনুষ্ঠানের পরিচালক শহীদুল আলম সাচ্চু।
তিনি বলেন, শিশুদের সার্বক্ষনিক কোমলমতি আচরণ ও দিকনির্দেশনার মাধ্যমে বন্ধুর মতো খেলতে খেলতে সঙ্গীতবিজ্ঞ দুজন বিচারক বেছে নেবেন কে হবে প্রথম সিজনের ‘গানের রাজা’। শিশুদের জন্যে গানের রাজায় অংশ নিতে গণমাধ্যমে খুব শিগগিরই ঘোষণা হবে নিবন্ধনের বিস্তারিত।
চ্যানেল আইয়ের পর্দায় পুরো আয়োজনটি দেখানো হবে জানিয়ে তিনি আরো বলেন, সারাদেশ থেকে খুঁজে আনা প্রতিযোগিদের নানান পর্যায়ে গ্রুমিং এবং তালিমের প্রক্রিয়ায় ৪০টি পর্বের পর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। আর এভাবেই নির্বাচিত হবে ‘শিশু গানের রাজা’। এজন্য অক্টোবর মাস থেকে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে অডিশনের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে। পুরো আয়োজন দেখানো হবে চ্যানেল আইয়ের পর্দায়।