‘দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৭ম আসরে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশী নির্মাতাজুয়েইরিযাহ মউ’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’। ১৪ অক্টোবর শুরু হতে যাওয়া উৎসবটি ১৮ অক্টোবর শেষ হবে। নবারুণ ভট্টাচার্য্যের ‘মৃত দেহ দর্শণ’ গল্পের ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। সরকারি অর্থায়নে নির্মিত ছবিটি প্রযোজনায় ছিলো বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।
চলচ্চিত্রটির ব্যবস্থাপনা প্রযোজক মিতুল আহমেদ, চিত্রগ্রহণ করেছেন রাওয়ান সায়েমা এবং সম্পাদনায় চৈতালি সমাদ্দর। দিল্লী চলচ্চিত্র উৎসবে ‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’ প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। এর আগে বিসিটিআইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছবিটি প্রদর্শিত হয়।ছবিটির দৈর্ঘ্য ২২ মিনিট।
ছবিটি নিয়ে নির্মাতা জুয়েইরিযাহ মউ বলেন, সমাজ ও রাজনৈতিক বাস্তবতায় মানুষের একান্ত ব্যক্তিগত জীবনেও অস্থিরতা আসে। সারাদেশ জুড়ে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের যখন কুপিয়ে হত্যা করা হচ্ছে তখন একজন লেখক নিজের ভেতরে অনুভব করেন তার নিজেকে। মনস্তাত্বিক জগতে তোলপাড় শুরু হয় চেনা- আধচেনা মুখ রক্তে ভেসে যাচ্ছে এই দৃশ্য দেখে। এরকম ভাবেই এগিয়ে যায় ‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’ এর কাহিনী।