বরেণ্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘চলতে চলতে ইউহি কোয়ি মিল গ্যায়া থা’গানের রিমিক্স গেয়েছেন জনপ্রিয় পাকিস্তানী গায়ক আতিফ আসলাম। আর এ রিমিক্স নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন লতা মঙ্গেশকর।
১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘পাকিজা’ চলচ্চিত্রের এই গানটি ব্যাপক জনপ্রিয়। এই গানটির রিমিক্স মেনে নিতে পারেননি লতা মঙ্গেশকর। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এটি তার প্রিয় গানের একটি। এ গানের রিমিক্সে এর সঠিক উপস্থাপন ঘটেনি বলে জানান বিখ্যাত এ শিল্পী।
তিনি জানান, ‘শুনেছি রিমিক্স ভার্সনে গানের কথাও বদলে দেওয়া হয়েছে। এই অনুমতি কে তাদের দিয়েছে? সুরকার আর গীতিকারদের সৃজনশীলতা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারোরই নেই।’
‘চলতে চলতে ইউহি কোয়ি মিল গ্যায়া থা’ গানের কথা লিখেছিলেন ভারতের প্রখ্যাত উর্দু ভাষার কবি কাইফি আজমি, সুর ও সংগীত পরিচালনা করেছিলেন গোলাম মোহাম্মদ। এবার বলিউডের নতুন ছবি ‘মিত্রোঁ’তে গানটির রিমিক্স ভার্সন ব্যবহার করা হয়েছে। আগের সঙ্গে কিছু মিল রেখে গানটির কথা নতুন করে লিখেছেন, সুর ও সংগীত আয়োজন করেছেন তনিস্ক বাগচি।
আতিফ আসলামের গাওয়া ‘চলতে চলতে’ গানটি গত ২৬ আগস্ট ইউটিউবে অবমুক্ত করা হয়। এই গানটি জনপ্রিয়তাও পেয়েছে।