নিজস্ব প্রতিবেদক:
ঢালিউড কিং শাকিব খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘শাহেনশাহ’র মহরত অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ঢাকার একটি পাঁচতারা হোটেলে মহরত অনুষ্ঠানে ঘোষণা করা হয় বহুল প্রতিক্ষীত নায়িকার নাম। ‘শাহেনশাহ’র মাধ্যমেই যার চলচ্চিত্রে অভিষেক ঘটছে।
নবাগত নায়িকার নাম রোদেলা জান্নাত। পুরো নাম জান্নাতুল ফেরদাউস রোদেলা। বর্তমানে তিনি মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করছেন। সংবাদ উপস্থাপনার সঙ্গেও একসময় যুক্ত ছিলেন তিনি। জানেন ক্ল্যাসিকাল নৃত্যেও।
মহরত অনুষ্ঠানে শাকিব খান জানান, আরও তিন-চারজন নিউজ প্রেজেন্টার আছেন, যারা কাজ করতে চেয়েছেন। এটা খুব ভালো দিক। নতুন নায়িকার প্রসঙ্গে শাকিব বলেন, রোদেলা চমৎকার মেয়ে। তার জন্য শুভকামনা থাকলো।
এসময় শাকিব খান ছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছবির প্রধান নায়িকা নুসরাত ফারিয়া, অভিষিক্ত নায়িকা রোদেলা জান্নাত, অমিত হাসান, তারেক আনাম খান, নায়ক উজ্জল, পরিচালক শামীম আহমেদ রনি, প্রযোজক সেলিম খানসহ ছবিটির অন্যান্য শিল্পী ও কলাকুশলী।
‘শাহেনশাহ’র নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। ছবিতে শাকিব খানের প্রধান নায়িকা হিসেবে থাকছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি।
এর আগে নির্মাতা রনি নায়িকার বিষয়টি নিয়ে তাঁর ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, আজ সন্ধ্যায় ‘শাহেনশাহ’ সিনেমার মহরত। এতে নতুন নায়িকা হিসেবে কে থাকবেন তা জানানো হবে। তবে এ নিয়ে একটি ক্লু দিয়ে তিনি বলেন সেই নায়িকার নামের মধ্যে ‘স’ রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে সিনেমাটির শুটিং শুরু হবে।
‘শাহেনশাহ’ সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠানের শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছিলেন, এ সিনেমার মাধ্যমে একজন নতুন নায়িকার অভিষেক ঘটবে। তবে এ নতুন নায়িকার নাম জানানো হবে মহরতে।