চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিঝুম রুবিনা অভিনীত ছবি ‘মেঘকন্যা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর। ছবিটি পরিচালনা করেছেন মিনহাজ অভি। চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে এর আগে ‘পোস্ট মাস্টার ৭১’ এবং ‘লিডার’ নামে দুই ছবিতে অভিনয় করেছেন এ প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনা।
নায়িকা নিঝুম রুবিনা জানিয়েছেন, এর আগে একাধিকবার এ ছবির মুক্তি তারিখ পেছানো হলেও এবার আর বদলাবে না। প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ নিয়েছি। ১২ অক্টোবর নিশ্চিত মুক্তি পাবে ‘মেঘকন্যা’।
আজ ৬ সেপ্টেম্বর ছবির প্রথম গান লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানান রুবিনা। এরপর পোস্টার, টিজার, ট্রেলার ধীরে ধীরে প্রকাশ হবে।
তিনি বলেন, মেঘকন্যা পুরোপুরি পারিবারিক গল্পের ছবি। বলতে পারি, পুরোটাই ফ্যামিলি ড্রামা। এর ফাঁকে রয়েছে প্রেম-দুঃখ। আরও বলেন, লম্বা সময় পর মুক্তির ফলে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এটা গল্প প্রধান ছবি। এ ছবিটি নিয়ে আমি অনেক শ্রম ব্যয় করেছি। আমার বিশ্বাস কাজটি সবার ভালো লাগবে।
ফেরদৌস-নিঝুম রুবিনা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সুচরিতা, শম্পা হাসনাইন, ঋদ্ধ প্রমুখ।
ছবির চিত্রগ্রহণ করেছেন কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। প্রযোজনা করেছেন এ জেড এম জাহাঙ্গীর কবির। জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।