জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ যাচ্ছে আমেরিকার ৫ শহরে। ফ্লোরিডা, ভার্জেনিয়া, ডালাস, নর্থ ক্যারোলিনা ও নিউ ইয়র্কের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। এই প্রদর্শনীর আয়োজন করেছে বায়োস্কোপ ফিল্মস।
বাংলা চলচ্চিত্রের এই বিশ্ব পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যামাইকার সিনেপ্লেক্সে ৯ সেপ্টেম্বর বিকেল ৪টায়, ওয়েদারস্পোন স্টুডেন্ট সেন্টারে (নর্থ ক্যারলিনা, রোলি) ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০মিনিটে, ডি সি সিনেমা হলে (ভার্জেনিয়া) ৭ অক্টোবর দুপুর ২টায়, সাউট চেইস সিনেমা হলে (ফ্লোরিডা, অর্লেন্ডো) ৩০ সেপ্টেম্বর দুপুর ২টায় এবং ভেনিশিয়ান সিনেমা হলে (ডালাস) ৭ অক্টোবর দুপুর ২টায় ‘স্বপ্নজাল’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে মুল চরিত্রে চিত্রনায়িকাপরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়কইয়াশ রোহান। বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত সিনেমাটিতে আরও যারা অভিনয় করেছেন তাদের মধ্যে মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
গত ৬ এপ্রিল সিনেমাটি বাংলাদেশের বিভিন্ন হলে মুক্তি পায়।