আজ প্রবীন অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার, গল্পকার ও পরিচালক এটিএম শামসুজ্জামান এবং জনপ্রিয় চিত্রনায়িকা পপির জন্মদিন। জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি রইলো অনেক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা।
একুশে পদকপ্রাপ্ত ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান আজ ৭৮ বছরে পর্দাপণ করলেন। ১৯৪১ সালের আজকের এই দিনে নোয়াখালীর দৌলতপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।
এটিএম শামসুজ্জামান ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধূরি পরিচালিত বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নারায়ণ ঘোষ মিতার পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। ১৯৬৫ সালের দিকে কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপরে কখনও প্রধান চরিত্র, কখনও কৌতুক অভিনেতা, আবার কখনও খলনায়ক– প্রতিটি জায়গায়ই রেখেছেন তাঁর অভিনয়ের স্বাক্ষর।
উদয়ন চৌধূরি ছাড়াও কাজী জহির, খান আতাউর রহমান, সুভাষ দত্তের সহকারী পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন। ২০০৯ সালে প্রথম এবাদত নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন।
পপির পুরো নাম সাদিকা পারভিন পপি। আজকের এই দিনে তিনি খুলনার শিববাড়ীতে জন্ম গ্রহণ করেন। ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় তাঁর অভিষেক ঘটে। চলচ্চিত্রে অভিনয়ের অভিষেক ঘটে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছবির মাধ্যমে। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’।
পপি ইতোমধ্যেই প্রায় দেড় শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২বার বাচসাস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
এই দুই অভিনেতা চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করছেন। সেখানেও পেয়েছেন দারুন জনপ্রিয়তা। এটিএম শামসুজ্জামান নিয়মিত অভিনয় করলেও পপিকে দেখা যায় মাঝে মাঝে।